ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক এপিএস জামিন পাননি

প্রকাশিত: ০০:১০, ২৩ জুন ২০২০

সাবেক এপিএস জামিন পাননি

স্টাফ রিপোর্টার ॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দ-িত সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর এপিএস সত্যজিৎ মুখার্জিকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মাসুদ উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত তাকে জামিন না দিয়ে নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত তার আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন। দুদকের এ মামলায় গত বছরের ১৪ নবেম্বর ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন সত্যজিৎ মুখার্জিকে সাত বছরের কারাদ- প্রদান করে।
×