ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের শুল্কমুক্ত মোবাইল কলের দাবি বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির

প্রকাশিত: ০০:০৯, ২৩ জুন ২০২০

শিক্ষার্থীদের শুল্কমুক্ত মোবাইল কলের দাবি বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত মোবাইল কলের দাবি করেছে বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংগঠনটি। সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আশাবাদী বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ সৃষ্টিকারী করোনাভাইরাসের কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট। বদলে যাচ্ছে শিক্ষাব্যবস্থাও। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন অনলাইনে চলছে শিক্ষা কার্যক্রম। বিভিন্ন স্কুল-কলেজের পাশাপাশি বেসরকারী বিশ্ববিদ্যালয়ও গত মার্চের শেষদিক থেকে অনলাইনে পাঠদানে নির্ভরশীল হয়ে পড়েছে। তবে বাজেটে মোবাইল কলের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব কার্যকর করায় তা মোবাইল ইন্টারনেটের জন্যও প্রযোজ্য হয়েছে। এই প্রস্তাব অনলাইনে পাঠগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হুট করে নতুন বোঝা হয়ে দাঁড়াবে। এ কারণে বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে জনকল্যাণে জনবান্ধব বাজেটের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষার্থীদের জন্য এই শুল্ক মওকুফসহ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে কয়েকটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বলা হয়- মোবাইল কলের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্যে এই শুল্ক পুরোপুরিভাবে প্রত্যাহার করার জন্যে জোর দাবি জানিয়েছে এপিইউবি। একইসঙ্গে সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালযয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে সব ক্যাম্পাসে উচ্চ মাত্রার/উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সেবা বিনামূল্যে দেয়ার আবেদনও তারা করছে। শিক্ষার্থীদের জন্যে অতি সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটের ‘বিশেষ শিক্ষা প্যাকেজে’র জন্যেও ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় বরাবর ইতোমধ্যে আবেদন করেছে এপিইউবি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট হারে আর্থিক সহযোগিতা প্রদান করার লক্ষ্যে বাজেটে একটি থোক বরাদ্দ রাখার অনুরোধ জানানো হয় বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে। আরও বলা হয়, ‘বৈশ্বিক মহামারীর সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে দেশ এই সঙ্কট কাটিয়ে উঠবে, এ বিষয়ে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। তবে আমাদের মনে রাখতে হবে, করোনা পরবর্তী বিশ্বে একমাত্র দক্ষ জনবলই ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখবে। কিশোরীগঞ্জে সোনালী ব্যাংকের শাখা লকডাউন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলা সোনালী ব্যাংক শাখার এক সিনিয়র কর্মকর্তার করোনা পজেটিভ হওয়ায় সোমবার সকাল থেকে ব্যাংকটির শাখা লকডাউন করা হয়েছে। ফলে সেখানে লেনদেন বন্ধ হয়ে গেছে। সোনালী ব্যাংক শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নাহিদা আক্তার লুবনা বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন জানান, জেলায় নতুন করে দুজনের করোনা পজেটিভ হয়েছে। এদের মধ্যে একজন কিশোরীগঞ্জ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার এবং অন্যজন জেলা শহরের বড়বাজারের পল্লী চিকিৎসক। তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রমতে, পূর্বের শনাক্তসহ এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৯৮ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৪, জলঢাকায় ৫৭, ডিমলায় ৪৭, সৈয়দপুরে ৪০, ডোমারে ৩৪ ও কিশোরীগঞ্জে ২৬ জন। মৃত্যুবরণ করে ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩ জন।
×