ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলায় ছুরি বসিয়ে সরকার টাকা আদায় করছে ॥ রিজভী

প্রকাশিত: ২৩:২৯, ২৩ জুন ২০২০

গলায় ছুরি বসিয়ে সরকার টাকা আদায় করছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ চলমান করোনা পরিস্থিতিতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ চোখে সর্ষে ফুল দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকার শূন্যভা-ার পূরণ করতে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের গলায় ছুরি বসিয়ে টাকা আদায় করছে। করোনা মহামারীর এই প্রলয়ঙ্কারী দুর্যোগের সময় দায়িত্বশীল সরকার থাকলে বিদ্যুত বিল মওকুফ, বাড়ি ভাড়ার বিষয়ে সহায়তা করা ও বিনামূল্যে করোনা চিকিৎসার ব্যবস্থা করতে সহায়তা করত। কিন্তু সরকার সেটি না করে অবিশ্বাস্য ভুতুড়ে বিদ্যুত বিল দেশবাসীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সেই বিল জুনের মধ্যে পরিশোধ করা না হলে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেয়া হচ্ছে। বিদ্যুত-গ্যাসের অস্বাভাবিক বিল আদায়ে দুর্নীতিসংশ্লিষ্ট একটি অমানবিক দুষ্টুচক্র কাজ করছে। রিজভী বলেন, করোনাভাইরাস যেমন মানুষের নিঃশ^াস বন্ধ করে দেয় ঠিক তেমনিভাবে সরকারও জনগণের শ্বাস চেপে ধরেছে। সরকার এতটাই বেপরোয়া যে, সরকারী অর্থের ঘাটতি পূরণে গরিব মানুষের শরীর থেকে রক্ত টেনে নিচ্ছে। তবে এই করোনাকালে আমরা কয়েকজন মানবিক বাড়িওয়ালা দেখেছি যারা ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন। আবার অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সঙ্গে করছে নির্দয় আচরণ। ভাড়াটিয়ারা খুবই আতঙ্কের মধ্যে আছে, কখন তাদের বাসা থেকে বের করে দেয়।
×