ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১২ ঘণ্টার ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প

প্রকাশিত: ২৩:২৭, ২৩ জুন ২০২০

১২ ঘণ্টার ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ১২ ঘণ্টার ব্যবধানে সিলেটে সোমবার আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে ৫২ সেকেন্ড অনুভূত এই ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের রেডিও মেকানিক ইকবাল আহমদ। এর আগে ২১ জুন বিকেল ৪টা ৪৭ মিনিটে ৫.১ মাত্রার এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে। ফলে সিলেট ছাড়াও পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
×