ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার ৩৪ হাসপাতালে ডিএনসিসির বিশেষ মশক নিধন কার্যক্রম

প্রকাশিত: ২৩:২৫, ২৩ জুন ২০২০

এবার ৩৪ হাসপাতালে ডিএনসিসির বিশেষ মশক নিধন কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ এবার ৩৪টি হাসপাতালে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির সীমানাধীন এলাকাসমূহের কোভিড ও নন-কোভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও চিকিৎসাসেবায় নিয়োজিত অন্যদের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রোধকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। গত ২০ জুন শনিবার থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে ডিএনসিসি। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ফগিং করে ও লার্ভিসাইড ছিটানো হয়। যেসব হাসপাতালে অভিযান পরিচালনা করা হয় সেগুলো হচ্ছে, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, ঢাকা আই কেয়ার হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, আশিয়ান হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার। মিরপুরে আধুনিক হাসপাতাল, মেরিস্টোপ প্রিমিয়াম ক্লিনিক, আলোক ডায়াগনস্টিক এ্যান্ড কনসাল্টেশন সেন্টার, সরকারী হোমিওপ্যাথিক হাসপাতাল, ল্যাব এইড ডায়াগনস্টিক এ্যান্ড কনসাল্টেশন সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নগর স্বাস্থ্য কেন্দ্র-৪, বাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার, ওজিএসবি হাসপাতাল, মিরপুর-১, এছাড়া শমরিতা হাসপাতাল, ইএনটি হাসপাতাল, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, ইম্পালস হাসপাতাল, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। মিরপুর অঞ্চল-৪ এর নগর মাতৃসদন-মিরপুর, ফুয়াদ আল খতিব হাসপাতাল কল্যাণপুর, সালাউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল- মিরপুর-১, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন-মিরপুর-২, আল হেলাল স্পেশালাইজড হাসপাতাল এবং হাইটেক হাসপাতাল। জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট, ২৫০ বেড টিবি হাসপাতাল শ্যামলী, আল-মানার হাসপাতাল, মিলিনিয়াম হার্ট এ্যান্ড জেনারেল হাসপাতাল, সিটি হাসপাতাল লালমাটিয়া, আল নূর চক্ষু হাসপাতাল লালমাটিয়া এবং ডিজিটাল ডায়াগনস্টিক হাসপাতাল বসিলা। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোমিনুর রহমান মামুন বলেন, সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হতে হবে। সবার সহযোগিতা পেলে এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ডেঙ্গু রোগের প্রকোপ কমাতে সক্ষম হবো। তিনি হাসপাতালে অবস্থানরত সাধারণত রোগী ও রোগীর স্বজনদের হাসপাতালে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার পরামর্শ দিয়ে বলেন, হাসপাতালের বাথরুম, টয়লেটসহ হাসপাতাল প্রাঙ্গণ এবং ড্রেন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
×