ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেবে জাপা ॥ জিএম কাদের

প্রকাশিত: ২৩:১৮, ২৩ জুন ২০২০

করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেবে জাপা ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে জীবাণুনাশক স্প্রে গেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সাবেক মন্ত্রী ও জাপা চেয়ারম্যান বলেন, করোনা আক্রান্তদের সহায়তা করতে জাতীয় পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এজন্য কাকরাইলের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে। পার্টির করোনা মহামারী প্রতিরোধ সহায়ক কমিটি এই কন্ট্রোল রুম থেকে করোনা আক্রান্তদের চিকিৎসা, ওষুধ ও হাসপাতালে ভর্তিসহ সর্বাত্মক সহায়তা করবে। করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলে এই কমিটি মৃত ব্যক্তির দাফনেও সহায়তা করবে। জেলা ও উপজেলা পর্যায়ে এই কমিটি বিস্তৃত করা হবে। যতদিন করোনা মহামারী থাকবে ততদিন জাতীয় পার্টির করোনা মহামারী প্রতিরোধ সহায়তা কমিটি মানুষকে সহায়তা করতে কাজ করবে বলে ঘোষণা দেন এ সংসদ সদস্য। করোনা আক্রান্তদের সহায়তার জন্য ঢাকাসহ সারা দেশে এলাকাভিত্তিক টিম গঠন করা হবে জানিয়ে কাদের বলেন, এই টিম করোনা আক্রান্তদের পরীক্ষা করতে সহায়তা করবে, চিকিৎসা সহায়তায় গাইড লাইন দেবে, কারো রিপোর্ট করোনা পজেটিভ এলে তাকে বাসা ও হাসপাতালে চিকিৎসা পেতে সহায়তা করবে। এছাড়া, করোনা নিয়ে সচেতনতা সৃষ্টি ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে। জাতীয় পার্টির করোনা মহামারী প্রতিরোধ সহায়তা কমিটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা। এছাড়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদাসহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘদিন দলীয় কর্মকা- না থাকায় সমালোচনার মুখে পড়ে এরশাদের হাতে গড়া দল জাপা। দলের সাংগঠনিক স্থবিরতা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে একের পর এক রিপোর্ট প্রকাশিত হয়। এতে অনেকটাই নড়েচড়ে বসে অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত হয়ে ঝিমিয়ে থাকা জাপা। তড়িঘড়ি করে ৩১ সদস্যের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চালু করে টেলিমেডিসিন সেবা। এরপর দলীয় কার্যালয়ে কন্ট্রোল রুম খোলার ঘোষণা দিল দলটি। যদিও নিজেদের মধ্যে সৃষ্টি হওয়া বিরোধের বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি শীর্ষ নেতারা।
×