ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা দক্ষিণ সিটির তিন প্রকৌশলীর পদে রদবদল

প্রকাশিত: ২৩:১৮, ২৩ জুন ২০২০

ঢাকা দক্ষিণ সিটির তিন প্রকৌশলীর পদে রদবদল

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের তিনজন কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। সোমবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি মোহাম্মদ আবুল হাসেমকে সিভিল সার্কেলে বদলি করা হয়েছে। খবর বিডিনিউজের। সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোঃ বোরহান উদ্দিনকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলে বদলি করে পুর/যান্ত্রিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে থাকা খাইরুল বাকেরকে দেয়া হয়েছে পরিবেশ, জলবায়ুু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব। আদেশে বলা হয়েছে, এই কর্মকর্তারা কোন প্রকল্পের দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তা বহাল থাকবে। শেখ ফজলে নূর তাপস গত ১৬ মে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেয়ার পরদিন কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে বরখাস্ত করেন। এছাড়া অনিয়মের অভিযোগে আরও কয়েকজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
×