ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার সময়ে কোষ্ঠকাঠিন্য

প্রকাশিত: ২৩:১৫, ২৩ জুন ২০২০

করোনার সময়ে কোষ্ঠকাঠিন্য

* করোনাকালীন লকডাউন বা অন্যান্য কারণে বাড়িতে বসা কম বেশি। * এ সময় শারীরিক পরিশ্রম কম হচ্ছে। * ফলে ডায়াবেটিক্স অনিয়ন্ত্রিত হচ্ছে, উচ্চ রক্তচাপ ওঠানামা করছে, কারোর বা কোষ্ঠকাঠিন্য তীব্রতর হচ্ছে। * এ সময়ে জীবনের স্বাভাবিক গতি কিছুটা হলেও ফিরিয়ে নিয়ে আসুন। * নিজ বারান্দা বা ঘরের মধ্যে পাঁয়চারি করতে থাকুন। * হালকা যোগ আসন করুন। * বাসায় নিয়মিত নামাজ পড়ুন। * কোষ্ঠকাঠিন্য বেশি হলে বড়ি ঊুুষরভব রাতে ১টা করে ৭ দিন খান। * ৭ দিন পর সিরাপ এ্যাভোলাক দিনে ২ বার আড়াই থেকে তিন চামচ খান ১ মাস। * পাঁচমিশালি সবজি খেতে চেষ্টা করুন। * বারে বারে পানি খেতে ভুলবেন না। * মলদ্বারে অহঁংঃধঃ মলম লাগাবেন দিনে দৈনিক ৩/৪ বার করে। * সহজ হোন, সহজ থাকুন। * কঠিন সময় কেটে যাবে। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×