ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে এক দিনে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৪৬, ২২ জুন ২০২০

গফরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে এক দিনে ২ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে গোলাম মোস্তফা (৪৫) ও দুপুর ১টা দিকে আফাজ উদ্দিন (৪৬) নামে ২ জনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকুরী করতেন। থাকতেন কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায়। গত ১০/১২ দিন আগে গোলাম মোস্তফার জ¦র, সর্দি, কাশি সহ করোনার উপসর্গ দেখা দেয়। রবিবার বিকালে শ্বাসকষ্ট সহ গোলাম মোস্তফার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ভাড়া করা এ্যাম্বুলেন্স করে ময়মনসিংহ থেকে উপজেলা খারুয়া বড়াইল গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয়। এসময় গ্রামের বাড়ীর লোকজন বাড়ীতে তাকে একা ফেলে বাড়ী ত্যাগ করে। সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে পৌরশহরের ৯নং ওয়ার্ডে শিলাসী গ্রামের আফাজ উদ্দিন ফকির গত ২ সপ্তাহ যাবত করোনার উপসর্গ নিয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে স্বাস্থ্য বিধি মেনে সবকিছুই করা হইবে। আর নতুন আক্রান্তরা নিজ নিজ বাড়ীতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
×