ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দাশুড়িয়া- দরগাহাট সড়কের সংস্কার প্রয়োজন

প্রকাশিত: ১৭:৪৮, ২২ জুন ২০২০

দাশুড়িয়া- দরগাহাট সড়কের সংস্কার প্রয়োজন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ দাশুরিয়া-আটঘরিয়া উপজেলায় সরাসরি যোগাযোগকারি দরগাহাট সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় এলাকার ৮ গ্রামের ২০ হাজার মানুষকে প্রতিদিন নানা দুর্ভোগ সহ্য করে যাতায়াত করতে হচ্ছে। বর্তমানে সড়কটি যান চলাচলে অযোগ্য হয়ে উঠেছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানালে ও কর্তৃপক্ষ নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ উঠেছে। দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার জানিয়েছেন,তিনি উপজেলার বৈঠকে সড়কটি সংস্কারের দাবি তুলেছেন।এলজিইডি থেকে তাকে জানানো হয়েছে ১০ ফিটের রাস্তাটি বাড়িয়ে ১৮ ফিট করতে জমি অধিগ্রহণ করে রাস্তাটি সংস্কার করা হবে। এলজিইডি সুত্র দাবি করেছে ১৭ টন লোডের উপযোগি এ রাস্তায় ৫০ টনের ড্রাম ট্রাক চলাচল করায় সড়কটি পুরো ভেঙ্গে গেছে। রাস্তাটি ৮ ফিট প্রশস্ত করার জন্য রাজশাহী উন্নয়ন প্রকল্পের বিবেচনাধীন রয়েছে। এলজিইডি পাবনার সহকারি প্রকৌশলী আব্দুল খালেক জানান, রাস্তাটি সংস্কারের তালিকায় অগ্রাধিকার রয়েছে। বাজেট পেলেই সংস্কার করা হবে।
×