ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে নিম্নমানের গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি আটক

প্রকাশিত: ১৬:৫৯, ২২ জুন ২০২০

কক্সবাজারে নিম্নমানের গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের এলপি গ্যাসের নিম্নমানের ক্রস ফিলিং এর একটি গাড়ি জব্দ করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি সুযোগ নিয়ে একটি মহল নিম্নমানের গ্যাস সরবরাহ করছে, এমন অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এসআই বাবলুর সহায়তায় ২১৫টি টোটাল গ্যাস ভর্তি একখানা গাড়ি আটক করেছে কক্সবাজার এলপিজি পরিবেশক সমিতি। কক্সবাজার এলপিজি পরিবেশক সমিতির সভাপতি আনোয়ার উল হক ও সাধারণ সম্পাদক গোলাম আরিফ লিটন বলেন, বেশ কিছু দিন ধরে নিম্ন মানের গ্যাস সরবরাহের বিষয়ে অভিযোগ থাকলেও সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গ্যাস ব্যবসার অন্তরালে অসাধু কারবারিদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেও তবে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলাম। তারই ফলশ্রুতিতে জানতে পারলাম, ২১৫পিছ নিম্নমানের গ্যাস ভর্তি একটি পিক-আপ কক্সবাজার শহরে প্রবেশ করছে। আমাদের সমিতির অন্য সদস্য ও মডেল থানার একটি টিম গাড়িটি কালুর দোকানের কাঁচা বাজারের সামনে থেকে জব্দ করে। জানা যায়, এই ক্রস ফিলিং করা নিম্নমানের এলপিজি গ্যাসগুলো অবৈধ ভাবে কালুর দোকান এলাকার আমিন এন্টারপ্রাইজের মালিক তোফায়েল আহমেদ, বিমান বন্দর সড়কের কক্স ট্রেড লিংক এর মালিক মো: শাহাদত, হাসপাতাল সড়কের মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক খোরশেদ এর নিকট আনা হচ্ছিল। এর আগেও তাদেরকে কক্সবাজার এলপিজি পরিবেশক সমিতির পক্ষ থেকে সতর্ক করা হলেও তারা বিষয়টি আমলে না নিয়ে নিম্ন মানের গ্যাস সরবরাহ করে আসছে। পুলিশ জব্দকৃত নিম্নমানের ক্রস ফিলিং করা ২১৫ পিচ টোটাল গ্যাস ভর্তি গাড়িটি কক্সবাজার এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল সিকদারের জিম্মায় রাখা হয়।
×