ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ৩৭২৪

প্রকাশিত: ১৫:২৭, ২২ জুন ২০২০

রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু বেড়ে ৫০, আক্রান্ত ৩৭২৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিভাগে আরও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৫৬ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। একই সময় মারা গেছে আরও দুইজন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৫৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। আজ সোমবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ২৭ জন, নাটোর ১৩ জন, জয়পুরহাট ১ জন, বগুড়ায় ১০৯ জন, সিরাজগঞ্জে ৭ জন ও পাবনায় ১ জন। তবে বিভাগের অপর জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান। ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২ হাজার ১৯৪ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নওগাঁয় ২৩৯ জন, নাটোরে ১৪৮ জন, জয়পুরহাটে ২৫৪ জন, সিরাজগঞ্জে ২৬৮ জন ও পাবনায় ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ৪৯ জন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় চারজন, নাটোরে একজন, বগুড়ায় ৩৩ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। তবে রাজশাহীতে একজন মারা যাওয়ার তথ্য এ প্রতিবেদনে নেয়। সেটি রাজশাহী সিভিল সার্জনের প্রতিবেদনে রয়েছে। রাজশাহীতে মৃতের সংখ্যা হবে চারজন। ফলে বিভাগে মৃতের সংখ্যা হবে ৫০ জন। এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ৫৮ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৭৭৫ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৫৯, চাঁপাইনবাবগঞ্জে ৫৩ জন, নওগাঁয় ১৭৯ জন, নাটোরে ৫৪ জন, জয়পুরহাট ১৩৬ জন, বগুড়ায় ২৪৮ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ২৮ জন। ডা. গোপেন্দ্র নাথ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
×