ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে করোনায় নতুন আক্রান্ত ২০, মৃত্যু ১

প্রকাশিত: ১৩:১৮, ২২ জুন ২০২০

লক্ষ্মীপুরে করোনায় নতুন আক্রান্ত ২০, মৃত্যু ১

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে অব্যাহত সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে পাঁচটি উপজেলা চার পৌরসভা এবং ১১টি ইউনিয়নে সোমবার ৭ম দিনের মতো ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। এর মাঝেও লক্ষ্মীপুরে কোভিড-১৯ এর আক্রান্ত ও মৃত্যুর তালিকা প্রায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুর সদরে আনোয়ার হোসেন নামে আরো একজনের করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সদর চার, রামগঞ্জ ৬, রামগতি, রায়পুর ও কমলনগর উপজেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৩জনে পৌঁছালো। এ ছাড়াও এদিন নমুনা পরীক্ষা হয়েছে ১১৩জনের। পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছে ৩৬৮টি নমুনা। এর মাঝে সদর উপজেলার ২০জনের করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে সদরে ২৯৫, রামগঞ্জ ৯৯, কমলনগরে ৮৮, রায়পুর ৬৪ এবং রামগতি উপজেলায় ৪৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৯৫জনে পৌঁছালো। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার তথ্যটি নিশ্চিত করেছেন। অপরদিকে গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছেন, সদরে ১ এবং কমলনগরে ৪জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে ভর্তি হয়েছেন ৫জন। ছাড়পত্র দেয়া হয়েছে ৩জনকে। বর্তমানে আইসোলেশনে ভর্তি রয়েছেন ৯জন। আইসোলেশনে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১২৬জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ১১৭জনকে। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাই সম্পন্ন করেছেন ২৯১জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১২ হাজার ৯৪৬জনকে। মোট কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন এ পর্যন্ত ১১ হাজার, ১২৬জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে এক হাজার ৮২০জন। এ দিকে ৭ম দিনের মতো লকডাউন চলছে জেলার পাঁচ উপজেলার চারটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে। বিভিন্ন সড়কে বাঁশ বেধে মানুষ এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মাঝেও কথিপয় মানুষকে মাস্ক ছাড়াই চলাচল করতে দেখা গেছে। আবার খোলায় জায়গায় কাউকে কাউকে সিগারেট টানতেও দেখা যায়।
×