ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের ওসমানপুর শাখা লকডাউন

প্রকাশিত: ১০:৪৯, ২২ জুন ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের ওসমানপুর শাখা লকডাউন

স্টাফ রিপোটার, দিনাজপুর ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের ওসমানপুর শাখায় কমর্রত পিয়ন জয়নাল আবেদিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ও ব্যাংকের দুই কর্মকর্তার করোনার উপসর্গ দেখা দেওয়ায় ব্যাংকের শাখাটি লকডাউন করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনালী ব্যাংক ওসমানপুর শাখাটি লকডাউন ঘোষণা করেন। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ জানান, সোনালী ব্যাংকের পিয়ন জয়নাল আবেদীন জ্বর-সর্দিতে ভুগছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে পাঠানোর পর গত ১৬ জুন তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তাকে তার নিজ বাড়ি উপজেলার রানীগঞ্জ দক্ষিণ দেবীপুর গ্রামে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া করোনা উপসর্গ থাকা ব্যাংকের অপর দুই কর্মকর্তাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা প্রশাসন ব্যাংকের শাখাটি আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। এ সময়ে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে, পার্শ্ববর্তী শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে লকডাউন তুলে নেওয়া হবে।
×