ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনাকালে ভার্চুয়ালি বিশ্ব সঙ্গীত দিবস উদ্যাপিত

প্রকাশিত: ০০:০৭, ২২ জুন ২০২০

করোনাকালে ভার্চুয়ালি বিশ্ব সঙ্গীত দিবস উদ্যাপিত

স্টাফ রিপোর্টার ॥ রবিবার ছিল বিশ্ব সঙ্গীত দিবস। করোনাকালে ভার্চুয়ালি উদ্্যাপিত হলো সুর স্নাত দিনটি। এ উপলক্ষে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজিত অনলাইন পরিবেশনায় ভেসেছে লোকজ গানের সুর। একইভাবে প্রখ্যাত শিল্পীদের সম্মিলনে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। সন্ধ্যা থেকে রাত অবধি সুররসিকরা উপভোগ করেছেন দুই সঙ্গীতাসর। শেকড়ের সুরে সজ্জিত পরিষদের অনুষ্ঠানে গাওয়া হয়েছে লালন-রাধারমণ-হাসন-করিমের গান। পরিবেশনক করেন আবুবকর সিদ্দিক, নারায়ণচন্দ্র শীল, অনিমা মুক্তি গমেজ ও বিশ্বজিৎ রায়। তারা গেয়ে শোনান আমারে বানাইলে পিরীতের, হাড় কালা করলাম রে, বাড়ির পাশে আরশি নগর, দয়াল আমায় পার করো ও মানুষ ভজলে সোনার হবি শিরোনামের সঙ্গীত। বিশ্বজিৎ রায় গেয়ে শোনান বিনোদিনী গো, ভবে আসা যাওয়া যে ও মন মজালে ওরে বাউলা শীর্ষক গান। শিল্পকলা আয়োজিত অনলাইনভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সালমা আকবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মূল বক্তব্য উপস্থাপন করেন সঙ্গীত শিল্পী ও গবেষক ড. সাইম রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান রেজোয়ান আলী লাভলু, সরকারী সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রিনাত ফৌজিয়া, বাঁশরিয়া গাজী আব্দুল হাকিম প্রমুখ। সঙ্গীত পরিবেশ করেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী রফিকুল আলম, বিশিষ্ট কণ্ঠশিল্পী সাজেদ আকবর, আবিদা সুলতানা, ইয়াসমিন মুশতারী, শুভ্রদেব, ইয়াসমিন আলী, তানভীর আলম সজীব, ঝিলিক, হেমন্তী রক্ষিত প্রমুখ। সবশেষে অনলাইনে সম্মিলিতভাবে ‘আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা’ গানের সুরে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
×