ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইটনায় শত্রুতার জেরে সংঘর্ষ ॥ নিহত এক

প্রকাশিত: ২৩:৩৮, ২২ জুন ২০২০

ইটনায় শত্রুতার জেরে সংঘর্ষ ॥ নিহত এক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ জুন ॥ হাওড় অধ্যুষিত ইটনায় পূর্বশত্রুতার জেরে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে নূর উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার মৃগা আমিরগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নূর উদ্দিন একই এলাকার শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শান্তিপুর গ্রামের স্থানীয় প্রভাবশালী সাবেক ইউপি সদস্য সাহাবুদ্দিন ও মোনায়েম খার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রবিবার সকালে দুই বাড়ির মহিলাদের মধ্যে ঝগড়া হয়। পরে অন্যরাও তাতে অংশ নেয়। তর্কাতর্কির একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বল্লমবিদ্ধ হয়ে সাহাবুদ্দিনের ভাতিজা নূর উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
×