ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিষ চরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দম্পতির মৃত্যু

প্রকাশিত: ২৩:২৭, ২২ জুন ২০২০

মহিষ চরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দম্পতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ২১ জুন ॥ মির্জাপুরে বিলের ধারে মহিষ চরাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল আটটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন অভিরামপুর গ্রামের মোঃ ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ শাজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী বিলকিস বেগম এলেনা (৩০)। এ সময় তাদের স্কুল পড়ুয়া ছেলে অল্পের জন্যে প্রাণে বেঁচে যায়। জানা গেছে, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে শাজাহান মিয়া অন্যদিনের মতো মহিষ চরাতে বাড়ির পাশে বংশী বিলের ধারে যান। মহিষ চরানোর এক পর্যায়ে মাঠের ওপর পড়ে থাকা ওয়াপদার বিদ্যুতের লাইনের তারে শাজাহান জড়িয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী বিলকিস বেগম এলেনা এগিয়ে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা তাদের চৌদ্দ বছরের ছেলে স্কুল ছাত্র অনিক অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। ছেলের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শাজাহানকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান। শাজাহানের পিতা ওয়াজউদ্দিন হাসপাতালের সামনে ছেলে ও ছেলের স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে কান্না ও বিলাপ করে বলেন, ওয়াপদার বিদ্যুত অফিসের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে আমার সর্বনাশ হয়েছে। এর বিচার চান তিনি। মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, ওয়াপদা কর্তৃপক্ষের খাম খেয়ালিপনায় প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটছে যা খুবই দুঃখজনক।
×