ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে পাঁচ বাবাকে সম্মাননা

প্রকাশিত: ২৩:২৫, ২২ জুন ২০২০

যশোরে পাঁচ বাবাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘আজি শুভ দিনে পিতার ভুবনে অমৃত সদনে চলো যাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে সংক্ষিপ্ত পরিসরে পালন হয়েছে বিশ্ব বাবা দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের আয়োজনে রবিবার বেলা ১১টায় যশোর শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজন করা হয় সম্মাননা অনুষ্ঠানের। আয়োজক কমিটির আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমীন। অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শ্রমজীবী ৫ বাবাকে সম্মাননা জানানো হয়। যারা তাদের স্বল্প আয়ের মধ্য দিয়ে একাধিক সন্তানকে শিক্ষিত করে তুলেছেন এবং চিকিৎসক, শিক্ষকসহ নানা পেশায় অধিষ্ঠিত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রেশমা শারমীন বলেন, বাবা-মাকে দিবসে স্মরণ করার বিষয় নয়। তাদের সারাবছরই খেয়াল রাখতে হবে। তবে বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেকে বাবা-মার কাছে ভালমন্দ জিজ্ঞেস করাটাই ভুলে গেছেন। এ করোনাকালে সে অবক্ষয় যে আরও গভীর হয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আমরা দেখছি করোনা আক্রান্তের কারণে সন্তানরা বাবা-মাকে রাস্তায়-ভাগাড়ে ফেলে যাচ্ছে। অথচ এ সময় তাদের নিবিড় পরিচর্যার দরকার ছিল। এমন অবস্থা যদি সন্তানের হতো তবে কোন বাবা-মা তাকে ফেলে দিতেন না। সন্তানদেরও সেই অনুভূতি থাকতে হবে। এমন সময়ে বাবা দিবস পালন ও বাবার অবদান সন্তানদের স্মরণ করিয়ে দেয়া একটি ভাল উদ্যোগ। এমন অনুষ্ঠানে বাবাদের সম্মাননা জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত বাবারা জানান, বিনা স্বার্থে সন্তানদের লালন-পালন করেছেন। বাবা হিসেবে এমন সম্মাননা পেয়ে সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে সকল বাবা-মাকে তাদের সন্তানকে শিক্ষিত করে তুলতে আহ্বান জানিয়েছেন তারা।
×