ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ছবির পাশে রাজাকারের ছবি ॥ চেয়ারম্যানকে শোকজ

প্রকাশিত: ২৩:২৪, ২২ জুন ২০২০

বঙ্গবন্ধুর ছবির পাশে রাজাকারের ছবি ॥ চেয়ারম্যানকে শোকজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে স্বাধীনতাবিরোধী এক রাজাকারের ছবি পাশাপাশি টাঙ্গিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা মাহমুদুল হাসান সিহাবকে শোকজ করেছেন নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবুল কালাম আজাদ। রবিবার দুপুরে শোকজ করা হয় তাকে। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয় তাকে। এলাকাবাসী জানায়, চেয়ারম্যানের অফিস কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি থাকবে এটাই সরকারী নিয়ম। কিন্তু উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা মাহমুদুল হাসান সিহাব বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে ইউপি চেয়ারম্যান তার দাদা ’৭১-এর রাজাকার, আলবদর কমিটির এলাকার সভাপতি মোশাররফ হোসেন লেবু, ইউপি চেয়ারম্যানের বাবা মোজাহার হোসেন দুলাল ও তার (ইউপি চেয়ারম্যান) ছবি টাঙ্গিয়ে রেখেছে। ইউপি চেয়ারম্যানের কক্ষের ওই ছবি ও ভিডিও ফাঁস হয়ে পড়লে এলাকার স্বাধীনতার সপক্ষের মানুষজনসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউপি চেয়ারম্যানে বিচার দাবি করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরফিন সফু জানান, ঘটনাটি আমরা সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট রবিবার সকালে অভিযোগ করেছি। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল বলেন, ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাবিবুর রহমান জানান, মাগুড়া ইউপি চেয়ারম্যানের দাদা (তার বাবার বাবা) মোশাররফ হোসেন লেবু মিয়া ’৭১ সালের স্বাধীনতাবিরোধী চক্রের তৎকালীন কিশোরীগঞ্জ থানার রাজাকার, আলবদর কমিটির সভাপতি ছিলেন। যুদ্ধাপরাধীর তালিকায় তার নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিশোরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম বারী বলেন- মাগুড়া ইউপি চেয়ারম্যান যে কাজটি করেছে এটি মেনে নেয়া যায় না। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব বলেন- আমার প্রতিপক্ষ এডিটের মাধ্যমে আমার ইউনিয়ন পরিষদের কক্ষের ছবি ও ভিডিও কথিতভাবে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে হেয় করার অপচেষ্টা করছে।
×