ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে করোনায় আরও সাতজনের মৃত্যু

প্রকাশিত: ২১:৪৩, ২২ জুন ২০২০

নারায়ণগঞ্জে করোনায় আরও সাতজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রূপগঞ্জ উপজেলায় ৬ জন ও সদর উপজেলায় ১ জন মারা গেছেন। মৃত্যুবরণ করা ৭ জনের মধ্যে রূপগঞ্জের ২৬ বছরের এক নারী, ৫ জন পুরুষ ও সদর উপজেলার দাপার ৪৫ বছরের এক নারী। এ নিয়ে এ জেলায় মোট ১০৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ১১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৭৪ জন। এ জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৬০ জন। রবিবার বিকেলে জেলার করোনার ফোকাল পার্সন অফিসার ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। ভাঙ্গায় বৃদ্ধের মৃত্যু ॥ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ফরিদপুরের ভাঙ্গায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে ভাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চন্ডি দাসদী মহল্লার নিজ বাড়িতে মারা যান তিনি। গত ১৫ জুন তার করোনা শনাক্ত হয়। মৃত্যুবরণকারী ওই বৃদ্ধের নাম কালীপদ ভৌমিক (৬৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কালীপদ ভৌমিক ভাঙ্গা কোর্টপাড় এলাকার অনিল দাস মিষ্টান্ন ভান্ডারের একজন কারিগর ছিলেন।
×