ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইপিএলে আর্সেনালের আরেকটি হার

প্রকাশিত: ২১:২৫, ২২ জুন ২০২০

ইপিএলে আর্সেনালের আরেকটি হার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের পর ফের শুরু হওয়ার ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দুই ম্যাচ হেরেছে আর্সেনাল। ফেরার দিনে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর শনিবার রাতে ব্রাইটন এ্যান্ড হোভ এ্যালবিওনের কাছে ২-১ গোলে হেরেছে গানার্সরা। এই হারে ৩০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নবম স্থানেই আছে আর্সেনাল। আর ৩২ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ব্রাইটন। সিটির কাছে হেরে যাওয়া ম্যাচ থেকে শুরুর একাদশে পাঁচটি পরিবর্তন আনেন আর্সেনাল কোচ। লালকার্ডের জন্য ছিলেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। বিরতির পর ৪৮ মিনিটে অবামেয়াংয়ের প্রচেষ্টা রুখে দেন ব্রাইটন গোলরক্ষক। চার মিনিট পর অবামেয়াং বল জালে পাঠালেও ভিএআরের সহায়তা নিয়ে গোল বাতিল করেন রেফারি। সাকোর থেকে বল পাওয়ার সময় অফসাইডে ছিলেন অবামেয়াং। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে দারুণ এক গোলে আর্সেনালকে এগিয়ে নেন নিকোলাস পেপে। সাকোর বাড়ানো বল বক্সের ভেতর ডান দিকে পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন আইভরি কোস্টের ফরোয়ার্ড। আর্সেনালের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। জটলার মধ্যে খুব কাছ থেকে বল জালে পাঠান লুইস ডাঙ্ক। এরপর মনে হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফল হতে যাচ্ছে ড্র। কিন্তু পাঁচ মিনিটের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল হজম করে বসে আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন ব্রাইটনের মুপে। ম্যাচ শেষে ব্রাইটনের খেলোয়াড়েরা বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন।
×