ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

প্রকাশিত: ২১:২৪, ২১ জুন ২০২০

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক পর্যালোচনা সভা আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমিদস্যুদের তালিকা তৈরী করে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এবং বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান । জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। সভায় জেলার আইন শৃংখলার বিভিন্ন সমস্যা আলোচনা-পর্যালোচনার পর ভূমিদস্যুদের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
×