ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সাতজনের মৃত্যু

প্রকাশিত: ২১:২৪, ২১ জুন ২০২০

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সাতজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রূপগঞ্জ উপজেলায় ৬ জন ও সদর উপজেলায় ১ জন মারা গেছেন। মৃত্যুবরণ করা ৭ জনের মধ্যে রূপগঞ্জের ২৬ বছরের এক নারী, ৫ জন পুরুষ (এদের বয়স ৩৫, ৬৫, ৮০, ৫৭ ও ৬০ বছর) ও সদর উপজেলার দাপার ৪৫ বছরের এক নারী। এ নিয়ে এ জেলায় মোট ১০৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে আরো ১১৩ জনের শরীরে কনোরাভাইরাস শনাক্ত হয়েছে। এ জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৪৩ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ১৭৪ জন। এ জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৬০ জন। রবিবার বিকেলে জেলার করোনার ফোকাল পার্সন অফিসার ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে জানা যায়, নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫৮৪ জন, সদর উপজেলায় ১১৩১ জন, বন্দর উপজেলায় ১৫১ জন, আড়াইহাজারে ৪৫০ জন, সোনারগাঁয়ে ৩৯৯ জন ও রূপগঞ্জে ৯২৮ জন। এ জেলার সিটি কর্পোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫৮ জন, সদরে ২২ জন, বন্দরে ৩ জন, রূপগঞ্জে ৮ জন, সোনারগাঁয়ে ১৩ জন ও আড়াইহাজারে ৩ জন। জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরো জানায়, এ জেলায় এই পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬০ জন। এদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সুস্থ হয়েছেন ৯৩২ জন, সদর উপজেলার ৫২০ জন, বন্দর উপজেলায় ৩০ জন, রূপগঞ্জের ১৯২ জন, সোনারগাঁয়ে ১৭১ জন ও আড়াইহাজারের ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৫ জনের। এই পর্যন্ত এ জেলায় মোট ২১ হাজার ৮৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
×