ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘোষিত বাজেট জনকল্যাণমূলক ও ব্যবসাবান্ধব ॥ শিপার্স কাউন্সিল

প্রকাশিত: ২১:১৮, ২২ জুন ২০২০

ঘোষিত বাজেট জনকল্যাণমূলক ও ব্যবসাবান্ধব ॥ শিপার্স কাউন্সিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) বিপর্যস্ত বাংলাদেশের এ সঙ্কটময় সময়ে ঘোষিত দেশের ৪৯তম বাজেটকে জনকল্যাণমূলক ও ব্যবসাবান্ধব বলে মন্তব্য করেছেন শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। তিনি গতিশীল বাজেট ঘোষণার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। জিডিপি প্রবৃদ্ধি ৮.২ শতাংশ এবং মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ নির্ধারণের বাজেটকে একটি প্রগতিশীল ও উচ্চ প্রবৃদ্ধি লক্ষ্যযুক্ত বলে তিনি অভিহিত করে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। তিনি মনে করেন দেশের এই ক্রান্তিলগ্নে অর্থনীতিকে সচল রাখতে কৃষি খাতের উন্নয়নে অধিক বরাদ্দ দেয়া হয়েছে এবং যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা খুবই সময়োপযোগী হয়েছে। কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে সাড়ে ৯ হাজার কোটি টাকা করা হয়েছে এবং কৃষিতে পুনর্অর্থায়ন প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা প্রশংসনীয়। রেজাউল করিম করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা নির্ধারণ এবং সর্বনিম্ন আয়কর হার ৫ শতাংশ ও সর্বোচ্চ আয়কর হার ২৫ শতাংশ নির্ধারণের উদ্যোগকে স্বাগত জানান। তবে তিনি করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ ৫০ হাজার টাকা করার অনুরোধ করেন এবং কর্পোরেট ট্যাক্স আরও হ্রাস করার পরামর্শ দেন। তিনি বাজেটে শিল্প খাতকে উদ্দীপনা দেয়ায় ধন্যবাদ জানিয়ে তৈরি পোশাক, চামড়া, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতে অগ্রিম আয়কর ছাড় ও অগ্রিম কর মওকুফ করার অনুরোধ করেন। রফতানিতে উৎসে কর ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ বৃদ্ধির ফলে তৈরি পোশাক খাতকে সঙ্কটময় সময়ে চ্যালেঞ্জের মুখে ফেলবে মন্তব্য করে তিনি তৈরি পোশাক রফতানিতে উৎসে কর বিবেচনা ও হ্রাস করে আগামী পাঁচ বছর অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। এছাড়া অন্যান্য পণ্যের রফতানিতেও উৎসে কর ০.২৫ শতাংশে হ্রাস করার অনুরোধ জানান।
×