ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফের ১৩ বছরের সর্বনিম্ন লেনদেন শেয়ারবাজারে

প্রকাশিত: ২১:১৭, ২২ জুন ২০২০

ফের ১৩ বছরের সর্বনিম্ন লেনদেন শেয়ারবাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের মহামারীতে দেশের শেয়ারবাজারে লেনদেনে নাকাল অবস্থা। এর মধ্যে ফ্লোর প্রাইস বেঁধে দেয়ায় লেনদেনে আরও স্থবিরতা চলে এসেছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রবিবারের লেনদেনকে আবারও ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রবিবার ডিএসইতে মাত্র ৩৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ১৩ বছর ২ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৭ সালের ২৩ এপ্রিল রবিবারের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৬৯ লাখ টাকার। মূলত ব্লক মার্কেটে লেনদেন কমে যাওয়ার কারণে মোট লেনদেনও এত কম হয়েছে। এর আগে গত ৪ জুন ডিএসইতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৪২ কোটি ৯৭ লাখ টাকা। রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট এবং সিডিএসইটি ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৯ পয়েন্টে, ১৩২৭ পয়েন্টে এবং ৭৮৬ পয়েন্টে। ডিএসইতে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির বা ৬.৯৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪টির বা ৫.৭১ শতাংশের এবং ২১৪টির বা ৮৭.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ লিন্ডে বিডি, সেন্টাল ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেকিট বেনকিজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, ইন্দোবাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্ট ও ফেডারেল ইন্স্যুরেন্স। দর বাড়ার সেরা কোম্পানিগুলো হলো ॥ ইস্টার্ন লুব্রিকেন্ট, এমবি ফার্মা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ আইসিবিএমপ্লয়ীজ মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড, ঢাকা ডাইং, সানলাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, লিন্ডে বিডি, সেন্টাল ফার্মা, দেশ গার্মেন্টস ও এসিআই। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫১ পয়েন্টে। সিএসইতে ৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮টির দর বেড়েছে, কমেছে ৯টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×