ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘নন্দিনী’ হয়ে আসছে হিমি

প্রকাশিত: ২০:১২, ২২ জুন ২০২০

‘নন্দিনী’ হয়ে আসছে হিমি

স্টাফ রিপোর্টার ॥ করোনা’র কারণে লকডাউন শুরু না হলে হয়তো এতদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্যাম বানেগালের বায়োপিকের কাজ শুরু করে দিতেন জান্নাতুল সুমাইয়া হিমি। এই সিনেমায় বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন হিমি। গেল ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বায়োপিকের কাজ শুরু হবার কথা ছিল। কিন্তু করোনার কারণে সারাদেশে লকডাউন শুরু হয়ে যাওয়ায় বায়োপিকের কাজ শুরুর সময় অনিশ্চিত হয়ে যায়। তবে হিমির অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই বায়োপিকে অভিনয় করার সুযোগ পাওয়া। শুধু হিমিই নয়, হিমির বাবা মাসহ পুরো পরিবার শেখ হাসিনার চরিত্রে হিমির অভিনয়ের সুযোগ পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত। এরইমধ্যে হিমি নাম ভূমিকায় একটি নাটকের কাজ শেষ করেছেন। নাটকের নাম ‘নন্দিনী’। নাটকটি নির্মাণ করেছেন ফরহাদ ফয়সাল। এতে ‘নন্দিনী’ হিমির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আব্দুন নূর সজল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হিমি বলেন, মূলত নন্দিনীকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে। নন্দিনীর হিমির সঙ্গেই প্রেমের সম্পর্ক থাকে প্রেমিক সজলের। একসময় নন্দিনীর অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে হয়। কিন্তু সেখানে নন্দিনী সুখী হয় না। ফিরে আসে তার পুরোনো প্রেমিকের কাছে। কিন্তু ততদিনে জীবন থেকে অনেক সময় চলে যায়। গল্প এবং চরিত্র আমার কাছে খুবই ভাল লেগেছে। যে কারণে আমি আমার চরিত্রটিও যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। হিমি জানান, শীঘ্রই নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে। এদিকে দু’দিন আগেই হিমি তাহের শিপনের নির্দেশনায় একটি সচেতনতামূলক তথ্যচিত্রে অভিনয় করেছেন। নারীদের বাল্যবিবাহ এবং ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যাওয়া নিয়ে সচেতনতা গড়ে তুলতেই এই তথ্যচিত্রে অভিনয় করেছেন হিমি। এতে হিমি আলেয়া চরিত্রে অভিনয় করেছেন। যেখানে গল্পের শুরুতেই দেখানো হবে আলেয়াকে পুরস্কৃত করা হচ্ছে। কী কারণে পুরস্কৃত করা হচ্ছে তার সেই সাফল্য গাঁথাই তুলে ধরা হবে। হিমি জানান, বেশ কয়েক বছর আগে তাহের শিপনের নির্দেশনায় হিমি ‘চার কন্যার গল্প’ নাটকে প্রথম অভিনয় করেন। এদিকে বাংলাদেশ টেলিভিশনে হিমি সর্বশেষ সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘তোমার নদীটি’ নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিলেন শিরীন আলম ও সাজ্জাদ রেজা। মুরাদ পারভেজের নির্দেশনায় হিমি ‘স্মৃতির আল্পনা আঁকি’ নামের একটি নতুন ধারাবাহিকেরও কাজ করছেন। এতে তিনি আল্পনা চরিত্রে অভিনয় করছেন। ২০১৪ সালে একটি রিয়েলিটি শো’তে প্রতিযোগিতার মধ্যদিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছিলেন হিমি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা রেশমী মিত্রের ‘হঠাৎ দেখা’। ৪ অক্টোবর জন্মনেয়া হিমি এই মুহূর্তে ভীষণ খুশি, কারণ দীর্ঘ আট বছর পর তার বাবা দেশের বাইরে থেকে ফিরেছেন।
×