ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নীলফামারী করোনা রোগীর জন্য এমপি নূরের ফল উপহার

প্রকাশিত: ১৯:৫২, ২১ জুন ২০২০

নীলফামারী করোনা রোগীর জন্য এমপি নূরের ফল উপহার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীর মাঝে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের পক্ষে মৌসুমিসহ বিভিন্ন সুস্বাদু ফল প্রেরণ করেছেন। আজ রবিবার বেলা ১২টার দিকে হাসপাতাল চত্ত্বরে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মনের কাছে তাঁর পক্ষে ফল হস্তান্তর করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের জেলা সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু। সংসদ সদস্যের পাঠানো ওই ফলের মধ্যে ছিল মধ্যে ছিল ২০ কেজি আনারস, ১০ কেজি মালটা, ৩ কেজি আপেল ও ১০০ লেবু। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি মনসুর ফরিকর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জামান, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। সূত্র মতে, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জান নূরের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মাঝে প্রতি সপ্তাহে একবার করে মৌসুমি বিভিন্ন ফল প্রদান অব্যাহত থাকবে। সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বলেন, সংসদ সদস্যের এমন উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগিরা উপকৃত হবেন। তিনি জানান, নীলফামারী জেনারেল হাসপাতালের ১০৮ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ১৭জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। আজ রবিবার পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৯৫জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩জন। মারা গেছেন ৬জন। জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সৈয়দপুরে ৮ জন, জলঢাকায় ৫ জন, ডিমলায় ৭ জন ও কিশোরীগঞ্জে ১জন চিকিৎসাধীন আছেন। বাকিরা তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
×