ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংসদ মোকাব্বিরের অবস্থার উন্নতি, চিকিৎসা চলবে বাসায়

প্রকাশিত: ১৮:৩১, ২১ জুন ২০২০

সাংসদ মোকাব্বিরের অবস্থার উন্নতি, চিকিৎসা চলবে বাসায়

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন। তবে ভাইরাসমুক্ত হয়েছেন কিনা তা জানতে ফের নমুনা পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছেন গণফোরামের এই প্রেসিডিয়াম সদস্য। গত সোমবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মোকাব্বির। সেখানে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। রবিবার বাসায় ফিরে তিনি বলেন, “আমি দুপুর ২টায় বাসায় ফিরেছি। আমার এখন জ্বর, শ্বাসকষ্ট নেই। সেজন্য ডাক্তাররা বলেছেন, আমি এখন বাসায় থেকে চিকিৎসা নিতে পারব। তারা আমাকে রিলিজ অর্ডার দিয়েছেন। আমি এখন বাসায় আইসোলেশনে আছি।” শারীরিক অবস্থা জানতে চাইলে মোকাব্বির খান বলেন, “শারীরিকভাবে আমি সুস্থ বোধ করছি। তবে এখন আর টেস্ট করা হয়নি, সেজন্য পজিটিভ, নাকি নেগেটিভ সেটা আমি জানি না। পরীক্ষা করাব।” সুস্থতা জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
×