ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামী-ননদ আটক

প্রকাশিত: ১৭:৪৭, ২১ জুন ২০২০

সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামী-ননদ আটক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ॥ যৌতুকের দাবিতে সিরাজগঞ্জে শহরের চরমালশাপাড়া মহল্লায় মুন্নি বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ও ননদকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ শহর সংলগ্ন চর মালশাপাড়া মহল্লারআসকর আলীর মেয়ে মুন্নি বেগমকে (২৬) যৌতুকের দাবিতে প্রায়ই তার স্বামী জাহিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করতো। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় জাহিদ ও তার পরিবারের লোকজন মুন্নি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী জাহিদ এবং ননদ রুনা খাতুনকে আটক করে ও মধ্যরাতে নিহত গৃহবধূ মুন্নি বেগমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
×