ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানসহ আরো ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৪:২৭, ২১ জুন ২০২০

লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানসহ আরো ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে কোভিড-১৯ এর অব্যাহত সংক্রমণ ঠেকাতে রেডজোন হিসেবে পাঁচটি উপজেলায় রবিবার ৬ষ্ঠ দিনের মতো লকডাউন চলছে। রেডজোনে লকডাউন চলাকালে গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান ও একজন ব্যাংক কর্মচারীসহ আরো ৩জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়াও গত ২৪ঘন্টায় নতুন করে আরো ১১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলা করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৫জনে পৌঁছালো। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। সদরে মৃত দু’জনের মরদেহ ইসলামী কায়দায় স্ব-স্ব গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অপরদিকে ছয়দিনের লকডাউনের এর ফলে জেলার পাঁচ উপজেলার চারটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের সকল কাচাবাজার, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী অফিস, আভ্যন্তরীন ও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে বাঁশ বেধে মানুষ এবং যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। এর মাঝে অনেকে মানলেও কেউ কেউ স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানছেন না।
×