ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত

প্রকাশিত: ১৩:৪৭, ২১ জুন ২০২০

পাবনায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ি নিহত

নিজস্ব সংবাদদাতা,পাবনা ॥ জেলার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১১ মাদক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ি আব্দুস সোবাহান নিহত হয়েছে।এ সময় ২পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম হেরোইন,১ রাউন্ড কার্তুজসহ ওয়ান শুটার গান উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মাদক ব্যবসায়ি করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে।শনিবার রাত সোয়া ২ টার সময় সাঁথিয়ার পার করমজা কবরস্থানের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন,পারকরমজা কবরস্থানের পাশে মাদকের বড় চালান বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েক ব্যক্তি পুলিশের উপর হামলা চালায়। মাদক ব্যবসায়িরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও ৭ রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে।এ সময় মাদক ব্যবসায়িরা কবরস্থানের মধ্য দিয়ে পালিয়ে গেলে পুলিশ তল্লাশীকালে কুখ্যাত মাদক ব্যবসায়ি আব্দুস সোবহানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় ৩০ গ্রাম হেরোইন ও ১ রাউন্ড কার্তুজসহ ওয়ান শুটার গান উদ্ধার করে।বন্দুকযুদ্ধের সময় ২ কনষ্টেবল জসিম উদ্দিন ও মামুনুর রশিদ আহত হয়। পুলিশ গুরুতর আহত মাদক ব্যবসায়ি আব্দুস সোবহানকে বেড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ৪ টায় তার মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে সাঁথিয়া, বেড়া ও আমিনপুর থানায় নিহত মাদক ব্যবসায়ি সোবহানের বিরুদ্ধে ১১টি মাদকের মামলা রয়েছে। নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাঁথিয়া থানায় মামলা হয়েছে।
×