ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধোনির ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় বোর্ড!

প্রকাশিত: ১৩:০৭, ২১ জুন ২০২০

ধোনির ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় বোর্ড!

অনলাইন ডেস্ক ॥ সেই গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে আরদেখা যায়নি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তিনি অবসরও নেননি কিংবা আদৌ ক্রিকেটে ফিরবেন কিনা সেটাও জানাননি। সারা বিশ্বের মতো ভারতেও এখন চলছে করোনাভাইরাসের দাপট। এবার জানা গেল, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই অনুশীলনে ফিরবে ভারতীয় দল। এখন নতুন জল্পনা হলো, সেই ক্যাম্পে কি মহেন্দ্র সিং ধোনি ডাক পাবেন নাকি তাকে বাদ দিয়েই এগিয়ে যাবে বোর্ড। তবে সূত্রের খবর, ধোনিকে নিয়ে এবার একটাই চুড়ান্ত সিদ্ধান্ত আসতে চায় বিসিসিআই। বিসিসিআইয়র সাবেক প্রধান নির্বাচক বলেছেন, 'ধোনিকে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর পরিকল্পনা থাকে, তাহলে হয়তো তাকে অনুশীলনে ডাকবে বোর্ড। যদি দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি হয়, তাহলে ধোনিকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের নিয়ে ভাবনা চিন্তা শুরু হবে। তবে আমি মনে করি, আবাসিক ক্যাম্পে ধোনিকে রাখলে উঠতি ক্রিকেটারদের সুবিধা হবে।' এক বছরের বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে থাকা ধোনি মাঠে ফিরতে কতটা প্রস্তুত আছেন সেটাও প্রশ্ন। জাতীয় দলের জার্সিতে ৬মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। তিনি নাকি এখনও জাতীয় দলে ফিরতে চান। নিজেকে প্রমাণের মঞ্চ ছিল আইপিএল। কিন্তু করোনার কারণে সেটাও বন্ধ হয়ে গেছে। তাই ভারতের জাতীয় দলের এক নির্বাচক বলেছেন, 'সে এক বছরের বেশি খেলেনি। এখন সে কোন অবস্থায় আছে সেটা কেউ জানে না। এমনকি শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিও খেলেনি। তাই ধোনিকে যদি ক্যাম্পে ডাকা হলে অবাক হব।'
×