ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:৪৮, ২১ জুন ২০২০

নীলফামারীতে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৮ জন শনাক্ত হয়েছে। আজ রবিবার সকালে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে। ৮ জন নতুন করোনা পজেটিভের মধ্যে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট এলাকার দুই ভাই, জলঢাকা সোনালী ব্যাংকের এক সিনিয়র অফিসার ও তার সহধর্মিণী (স্বামী স্ত্রী), জলঢাকা পৌরসভার সবুজপাড়ায় এক গৃহবধূ, মুদিপাড়ায় এক ছাত্রী, সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবুপাড়ায় এক চিকিৎসকের সহধর্মীনী এবং ডোমার পৌরসভার ছোট রাউতা এলাকার এক ঔষধ দোকানের মালিক। সূত্র মতে, এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো ২৯৫ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯১, জলঢাকা উপজেলায় ৫৭, ডিমলা উপজেলায় ৪৭, সৈয়দপুর উপজেলায় ৪০, ডোমার উপজেলায় ৩৪ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যু বরন করে ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩ জন।
×