ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৪ মাদক কারবারি ও করোনার জাল সনদ বিক্রেতাকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ০১:০৯, ২১ জুন ২০২০

৪ মাদক কারবারি ও করোনার জাল সনদ বিক্রেতাকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ পৃথক তিনটি আদেশে চার মাদক কারবারি ও করোনা ভাইরাসের জাল সনদ বিক্রির দায়ে গ্রেফতারকৃতদের কারগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। গত ১৯ জুন র‌্যাব ধানমন্ডি থেকে ট্রাকের সামনের কেবিনে লুকিয়ে আনার সময় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। শনিবার পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন উর রশিদ আলাউদ্দিন (৩৭) ও জালাল উদ্দিনকে (৩৭) কারাগারে আর শারাফাত হোসেন মেহেদীকে (১৫) কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৬ জুন র‌্যাব মোহাম্মদপুর থেকে পিকআপ ও এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। দুই দিনের রিমান্ড শেষে তাদের শনিবার আদালতে সোপর্দ করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামি শরিফুল ইসলাম (২৪) ও নুরনবী ওরফে রিপনকে (২৩) কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৫ জুন ঢাকার মুগদা থেকে বিপুল ভুয়া করোনাভাইরাসের জাল সনদপত্রসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার তিন দিনের রিমান্ড শেষে মুগদা থানা পুলিশ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে। বিচারক আসামি ফজল হক (৪০), শরিফ হোসেন (৩২), জামশেদ (৩০) ও লিয়াকত আলীকে (৪৩) কারাগারে পাঠানোর আদেশ দেন।
×