ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ চীনের

প্রকাশিত: ০০:৫৫, ২১ জুন ২০২০

ভারতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ চীনের

জনকণ্ঠ ডেস্ক ॥ সীমান্তে দুই পক্ষের প্রাণঘাতী সংঘর্ষ নিয়ে প্রথম সরকারী প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাদের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উস্কানির’ অভিযোগ করেছে চীন। গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় ‘লাইন অব এ্যাকচুয়াল কন্ট্রোল’ (এলএসি)-এর কাছে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত ও ৭৬ জন আহত হন বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। এ সংঘর্ষে চীনের পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর হলেও এ বিষয়ে চীনা কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। খবর বিবিসি ও ইয়াহু নিউজের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও বলেন, ভারতীয় সেনারা চীনের সীমান্ত অতিক্রম করে আক্রমণ করাতে ‘ভয়ঙ্কর শারীরিক সংঘাত’ শুরু হয়। ধারাবাহিক কয়েকটি টুইটে গালওয়ান উপত্যকার অবস্থান সীমান্তের (এলএসি) চীনা পাশে বলে দাবি করেছেন ঝাও। তিনি বলেন, চীন ও ভারতের কর্মকর্তাদের মধ্যে সমঝোতা অনুযায়ী মে মাসে ভারত এলএসির চীনা পাশে তৈরি করা অবকাঠামো ভেঙে ফেলে লোকজনকে সরিয়ে নেয়ার পর উত্তেজনা হ্রাস পাচ্ছিল। ঝাও বলেন, গালওয়ান উপত্যকার পরিস্থিতি যখন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে সেই সময় ১৫ জুন (সোমবার) ভারতীয় সেনারা ইচ্ছাকৃতভাবে উস্কানি দিতে আবার লাইন অব এ্যাকচুয়াল কন্ট্রোল অতিক্রম করে। তিনি বলেন, আলোচনার জন্য চীনের কর্মকর্তা ও সৈন্যরা এগিয়ে গেলে ভারতের সামনের সারির সৈন্যরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, এতে ভয়ঙ্কর শারীরিক সংঘাত শুরু হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
×