ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে ঘোষণা দেয়ার পর লকডাউন স্থগিত

প্রকাশিত: ২২:৫৮, ২১ জুন ২০২০

ধামরাইয়ে ঘোষণা দেয়ার পর লকডাউন স্থগিত

সংবাদদাতা, সাভার, ২০ জুন ॥ ঢাকার ধামরাইয়ের পৌর এলাকাসহ কিছু এলাকা টানা দুদিন মাইকিং করে লকডাউন করার ঘোষণা দেয়ার পর অবশেষে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ঢাকা জেলা সিভিল সার্জনের অনুমতি না থাকায় লকডাউনের সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরিস্থিতি বিবেচনায় উপজেলার পৌর এলাকাসহ উপজেলার কিছু অংশ ২০ জুন থেকে ২১ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়, এমনকি সিদ্ধান্ত মোতাবেক এলাকাবাসীকে বিষয়টি অবগত করতে টানা ২ দিন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে মাইকিং করে এ সংক্রান্ত ঘোষণাও দেয়া হয়। পরে শুক্রবার রাতে আকস্মিকভাবে এই সিদান্ত থেকে সড়ে আসে উপজেলা প্রশাসন। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক বলেন, উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হলেও লকডাউন করার মতো সরকারীভাবে কোন সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি, বিধায় শনিবার থেকে উপজেলার কিছু অংশে লকডাউন কার্যকর করার বিষয়টি স্থগিত করা হয়েছে।
×