ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬৭ লাখ ইউরো ফেরত দেয়ার আদেশ

প্রকাশিত: ২২:৩২, ২১ জুন ২০২০

ব্রাজিলিয়ান সুপারস্টারকে ৬৭ লাখ ইউরো ফেরত দেয়ার আদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগেই স্প্যানিশ ক্লাব বার্সিলোনা ছেড়ে দিয়েছিলেন নেইমার। তবে ন্যু ক্যাম্প ছাড়লেও এই সময়টাতে বার্সিলোনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল তার নামটা। কিছুদিন পরপরই একইসঙ্গে শিরোনামে দেখা গেছে বার্সিলোনা-নেইমারের নাম। নেইমার-বার্সিলোনা আবারও বিশ্ব গণমাধ্যমের শিরোনামে। এবার সাবেক ক্লাব বার্সিলোনাকে ৬৭ লাখ ইউরো (৬.৭ মিলিয়ন) ফেরত দিতে হবে ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার নেইমারকে। শুক্রবার একটি আদালত নেইমারকে তার মামলা খারিজ করে উল্টো এই আদেশ দিয়েছেন। ২০১৭ সালে বিশ্বরেকর্ড গড়া ট্রান্সফার ফি’তে বার্সা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান নেইমার। পরে নিজের বোনাসসহ আরও কিছু পাওনা বাবদ ৪৩.৬ মিলিয়ন ইউরো দাবি করে সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা ঠুকে দেন পিএসজি তারকা। এরপর কাতালান ক্লাবটিও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ করে মামলা করে নেইমারের বিরুদ্ধে। নেইমারের মামলায় বিচারক তার আবেদন নাকচ করে উল্টো বার্সার পক্ষে এই রায় দেন। রায়ের বিরুদ্ধে আপীলের জন্য ৫ দিন সময় পাচ্ছেন নেইমার।
×