ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ সূর্যগ্রহণ দেখা যাবে আংশিক

প্রকাশিত: ২২:২৬, ২১ জুন ২০২০

আজ সূর্যগ্রহণ দেখা যাবে আংশিক

স্টাফ রিপোর্টার ॥ আজ দেশে আংশিক সূর্য গ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বাংলাদেশ সময় সকাল ১১টা ২৩ মিনিটে এই গ্রহণ শুরু হবে। ২টা ৫২ মিনিটে শেষ হবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে আংশিক গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। সবচেয়ে ভালভাবে দেখা যাবে ১টা ১২ মিনিটের সময়। এ সময় সর্বোচ্চ গ্রহণ হবে। তারা জানান, বাংলাদেশ থেকে আংশিক দেখা গেলেও আফ্রিকা ও মধ্যপ্রাচ্য উত্তর ভারত পাকিস্তান তাইওয়ান থেকে বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে। তবে খালি চোখে সূর্যগ্রহণ প্রত্যক্ষ না করার আহ্বান জানিয়েছেন তারা। বলেন খালি চোখে দেখলে চোখে ক্ষতি হতে পারে। এ কারণে ওয়েল্ডিং গ্লাস এক্সরে ফিল্ম বা মোটা কাগজ ছিদ্র করে প্রত্যক্ষ করলে কোন ক্ষতি নেই। বাংলাদেশ এস্ট্রোনলজিক্যাল সোসাইটির এফ আর সরকার জনকণ্ঠকে বলেন বাংলাদেশে আংশিকভাবে গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। তবে যেখান থেকে শুরু হবে সেখানে গ্রহণ হবে বলয়গ্রাস। উত্তর ভারত, পাকিস্তানের দক্ষিণ ভাগ, চীন, তাইওয়ান, মধ্য আফ্রিকা থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে আরও একটি সূর্য আছে। তবে সেটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। দক্ষিণ আমেরিকার দেশে সংঘটিত হবে। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে, সর্বোচ্চ গ্রহণ হবে ভারতে আর গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপিনের আকাশে। ইথিওপিয়া দিয়ে শুরু হয়ে ইয়েমেন ওমান সৌদি আরব পাকিস্তান ভারতের উত্তর অংশ তিব্বত চীন তাইওয়ান হয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে শেষ হবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে, একই সঙ্গে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে, ফলে কোন স্থানে তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণে সূর্য পুরো ঢাকা পড়ে যায় বলে সৌরমুকুট দেখা যায়। চাঁদ সূর্যের আংশিক ঢেকে রাখায় সংঘটিত হয় আংশিক সূর্যগ্রহণ। কিন্তু চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে হবে বলয় গ্রহণ। তারা জানায়, গত বছর ২৬ ডিসেম্বর শেষ সূর্যগ্রহণ হয়। এইদিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় এবং রিং অব ফায়ার তৈরি হয়। আরব ভূখন্ড থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এদিকে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিজ নিজ বাসস্থান থেকে চোখের যথাযথ সতর্কতা অবলম্বনপূর্বক সূর্যগ্রহণ পর্যবেক্ষণে আহ্বান জানান তারা।
×