ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশে করোনায় মৃতদের পরিবার পাবে তিন লাখ টাকা

প্রকাশিত: ২২:২৬, ২১ জুন ২০২০

বিদেশে করোনায় মৃতদের পরিবার পাবে তিন লাখ টাকা

ফিরোজ মান্না ॥ বিদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মীদের পরিবারকে এককালীন তিন লাখ টাকা করে সহযোগিতা দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চলমান করোনা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশীদের সুরক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে মন্ত্রণালয়। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে এখন পর্যন্ত ১০ কোটি টাকা পাঠানো হয়েছে। যে সব কর্মীরা খুব অসুবিধায় আছেন তাদের সহযোগিতায় এই টাকা দেয়া হয়েছে। মূলত এই টাকা বৈধ কর্মীদের জন্য দেয়া হয়। তবে মানবিক দৃষ্টি থেকে অবৈধভাবে যাওয়া কর্মীদের সহযোগিতার আওতায় আনা হয়েছে। কোভিড-১৯ চলাকালীন আমরা এই সহযোগিতা চালিয়ে যাব। জনকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী বলেন, বিদেশে আমাদের এক কোটির বেশি কর্মী চাকরি নিয়ে গেছেন। তারা দেশের জন্য অনেক বড় অবদান রাখছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। কিন্তু বেশ কয়েকটি দেশ থেকে দূতাবাস, হাইকমিশন ও আমাদের দলীয় কর্মীদের নানা অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে কয়েকটি দেশে দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের চিঠি দিয়ে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিদেশে বৈধ কর্মীদের সংশ্লিষ্ট কোম্পানিগুলো সব ধরনের সহযোগিতা করছে। যেসব কোম্পানি সহযোগিতা দিচ্ছে না আমরা সেই সব দেশের কর্তৃপক্ষের সঙ্গে জুম মিটিং করে সমস্যা তুলে ধরে যাচ্ছি। এতে অনেক ভাল কাজ হচ্ছে। কিছু দেশে তো করোনা আক্রান্তদের সরকারীভাবে চিকিৎসা দিচ্ছে। সিঙ্গাপুর তো কর্মীদের তাদের দেশের মানুষের মতো করে দেখছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সমস্যা হচ্ছে। সেগুলোও দেখা হচ্ছে। কর্মীরা যাতে কোন ধরনের কষ্টে না থাকে সে বিষয়ে আমরা সব সময় দায়িত্বশীল জায়গা থেকে কাজ করছি। এক কোটির বেশি কর্মীদের তো সহযোগিতা করা সম্ভব হবে না। তবে আমরা সব কর্মীদের খবর রাখার চেষ্টা করছি। শনিবার মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কর্মীদের বিষয়ে কথা বলার সময় তিনি এই প্রতিবেদককে ফোনে লাইনে রেখে ওমানে কর্মীদের বিষয়ে কথা বলেছেন। তিনি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন কোন কর্মী যাতে কোন ধরনের অসুবিধায় না থাকে। এ ধরনের কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ে জানানোর জন্য তিনি বলে দিয়েছেন।
×