ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: ২২:২৩, ২১ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে

জনকণ্ঠ ডেস্ক ॥ ৯০ দিন পর রবিবার থেকে খুলছে মক্কার ১৫৬০ মসজিদ। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে। পাকিস্তানে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। করোনায় কাঁপছে এবার ভারত। একদিনে সাড়ে ১৪ হাজার আক্রান্ত। ভারতে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই আবার লকডাউনে ফিরল। নেপালে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করেছে। করোনায় ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, ডন, কাঠমান্ডু পোস্ট, সৌদি গেজেট, এনডিটিভি, দ্য হিন্দু, জন হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটারের। সারাবিশ্বের করোনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর মতে, শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ৫২ হাজার ৫৬০ জন। মারা গেছেন চার লাখ ৬৪ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭ লাখ ৫ হাজার ৩৪৫ জন। এ্যাক্টিভ কেস রয়েছে ৩৬ লাখ ৭৭ হাজার ৯৫১ জনে। যাদের মধ্যে ৫৪ হাজার ৭৯৪ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার পাঁচজন। ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ হাজার ৬৬ জন। শনিবার দিনের শুরুতে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪২ জন। মারা গেছেন এক হাজার ৪৪০ জন। সবচেয়ে বেশি মারা গেছেন মেক্সিকোয় ৬৪৭, রাশিয়ায় ১৬১, ইরানে ১১৫ জন। শনাক্ত ১০ লাখ ছাড়াল ব্রাজিলে ॥ প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫৪ হাজারেরও বেশি কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে বলে জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে মৃত্যুর সংখ্যাও টানা চতুর্থ দিন এক হাজার দুই শ’ ছাড়িয়েছে। সব মিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা প্রায় ৪৯ হাজারে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস শনাক্তে পরীক্ষার পরিমাণ তুলনামূলক কম হওয়ায় ব্রাজিলে আক্রান্তের সংখ্যা সরকারী হিসাবের কয়েকগুণ বেশি হবে। সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছাতেও দেশটিকে আরও কয়েক সপ্তাহ পাড়ি দিতে হবে। ব্রিটেনের দক্ষিণ এশীয় মৃত্যু বেশি ॥ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ব্রিটেনের হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন দক্ষিণ এশিয়ার মানুষ। ব্রিটিশ সরকারের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশিয়ান অঞ্চলের মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এর জন্য ডায়াবেটিসের মাত্রাকে দায়ী করা হয়েছে। জরিপে ব্রিটেনের ২৭ গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতাল আছে ২৬০। জরিপের ফল ॥ হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার শ্বেতাঙ্গ রোগীর ২৯০ জন মারা গেছেন। আর এক হাজার দক্ষিণ এশিয়ান রোগীর মধ্যে মারা গেছেন ৩৫০ জন। দক্ষিণ এশিয়ান অঞ্চলের কোভিড-১৯ রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাও বেশি দেখা গেছে জরিপে। শ্বেতাঙ্গ রোগীদের মধ্যে যেখানে ২৫ শতাংশ ডায়াবেটিস রোগী, সেখানে দক্ষিণ এশিয়ার প্রায় অর্ধেকই (৪০ শতাংশ) টাইপ ১ অথবা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। খুলছে মক্কার ১৫৬০ মসজিদ ॥ মুসলমানদের প্রার্থনার জন্য পবিত্র নগরী মক্কার ছোট-বড় এক হাজার ৫৬০ মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। ৯০ দিনের বিরতির পর রবিবার ফজর থেকে মসজিদগুলোর দরজা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। তবে মসজিদে আপাতত অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আসতে নিষেধ করা হয়েছে। এরই মধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মসজিদগুলো জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে আরও ৭১৯ মৃত্যু ॥ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা ২২ লাখ ৯৮ হাজার ১০৮ জন। এর মধ্যে এক লাখ ২১ হাজার ৪২৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৫৬ হাজার ৯৯ জন। মৃতদের মধ্যে হাজার হাজার সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছেন। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। তখনও কেউ পরিস্থিতির এতটা অবনতি হবে বলে মনে করেনি।
×