ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় আক্রান্ত মাশরাফি দোয়া চাইলেন

প্রকাশিত: ২২:২০, ২১ জুন ২০২০

করোনায় আক্রান্ত মাশরাফি দোয়া চাইলেন

মোঃ মামুন রশীদ ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে শুরুর পর থেকেই এর প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এই লড়াই চালাতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। জ¦রের কারণে মাশরাফি বৃহস্পতিবার নমুনা দিয়ে শনিবার জানতে পেরেছেন তিনি কোভিড-১৯ পজিটিভ। করোনা উচ্চ পর্যায়ের সংক্রামক হওয়াতে তা সর্বস্তরের মানুষকেই আক্রান্ত করছে। এছাড়া করোনা সঙ্কট মোকাবেলায় তৎপর আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপু এবং সাবেক ওপেনার নাফিস ইকবালও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এছাড়া জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম থেকেই বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন করোনা প্রতিরোধে এবং এই সঙ্কটে অসহায়দের সেবায়। সেই সেবা দিতে গিয়েই তারা করোনায় আক্রান্ত হয়েছেন। এখন নিজ বাসায় আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মাশরাফি। নাফিস আরও আগেই উপসর্গ দেখা দেয়াতে আইসোলেশনে ছিলেন, তিনি পজিটিভ নিশ্চিত হয়েছেনও আগে। আপাতত তিনি অনেকখানিই সুস্থ। এ তিনজনই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেশবাসী, ভক্ত-সমর্থকদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সতীর্থ ক্রিকেটাররা মাশরাফির আক্রান্তের খবরে বিস্ময় প্রকাশ করে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও প্রয়োজনে তার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার কথা জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিসেবে অন্য ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনাকালীন সঙ্কটের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন মাশরাফি। তাছাড়া তার দায়িত্বটা অন্য যে কারও চেয়ে বেশি। কারণ তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালবাসায় এখন সংসদ সদস্য। তাই এই মানুষদের করোনা থেকে বাঁচাতে অক্লান্ত পরিশ্রম আর নানাবিধ উদ্যোগ নিয়েছেন। মাশরাফি রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছিলেন করোনা প্রতিরোধে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া, নড়াইলের হাসপাতালগুলোয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেয়া, হাসপাতালগুলোয় থার্মাল স্ক্যানার, বিশেষ জীবাণুনাশক বুথ স্থাপন, অসহায় ও দরিদ্রদের খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা দেয়া, মাশরাফি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া, সহযোগিতা দেয়া এবং করোনা সঙ্কট মোকাবেলায় তহবিল গঠন- এ সবই করেছেন মাশরাফি। এই লড়াই করতে গিয়েই এখন নিজে করোনা আক্রান্ত হয়েছেন। তাছাড়া কিছুদিন আগেই করোনার আঘাত মাশরাফির নিকটজনের ওপর পড়ে। তার শাশুড়ি হোসনেআরা সিরাজ করোনা পজিটিভ হন গত ১৫ জুন। এছাড়া তার স্ত্রীর বোনও করোনা পজিটিভ হন। ২ দিন ধরে মাশরাফিও জ¦রে ভুগছিলেন এবং সঙ্গে ছিল শরীর ও মাথাব্যথা। তবে মাশরাফির পরিবার থেকে জানানো হয়েছে, আক্রান্ত হলেও শারীরিকভাবে বেশ সুস্থ, সবল আছেন সাবেক অধিনায়ক। নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল এই পেসার করোনামুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে সবাইকে এই কঠিন সময়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আজকে আমার রেজাল্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’ দেশে করোনা পরিস্থিতি ধীরে ধীরে আরও ভয়াবহ হচ্ছে। এই সময় সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মাশরাফি লিখেছেন, ‘আক্রান্ত সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি-নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’ তারজন্য বিসিবিও পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মাশরাফি এই বিষয় নিয়ে বিসিবিকে এখনও কিছু জানায়নি। তার সঙ্গে কথাও হয়নি, কোথায় আছে তাও জানা নেই। আমি তাকে এসএমএস দিয়ে রেখেছি, কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই বিসিবির পক্ষ থেকে তা করা হবে।’ মাশরাফির করোনা আক্রান্তের খবর জানার পর তার সতীর্থরাও বিমূঢ় হয়ে পড়েছেন। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সতীর্থ, ভক্ত ও শুভাকাক্সক্ষীরা। পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘খবরটি শুনে খুবই শকড হয়েছি। আশাকরি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন মাশরাফি ভাই। সবাইকে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’ সাব্বির রহমান রুম্মান লিখেছেন, ‘মাশরাফি ভাই করোনা পজিটিভ। সবাই তারজন্য দোয়া করবেন।’ মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘ম্যাশ করোনা পজিটিভ। দোয়া করি, আল্লাাহ তায়ালা আপনাকে দ্রুত সুস্থ করে দিক।’ বাংলাদেশের অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘আপনি সমস্ত যুদ্ধ জিতেছেন, আপনি এই যুদ্ধও জিতবেন ইনশাআল্লাহ।’ বিপিএলের দল ঢাকা প্লাটুন তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘করোনায় আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভাইয়ের জন্য দ্রুত সুস্থতা কামনা করি।’ মাশরাফির আক্রান্তের খবর আসার আগেই জানা যায় সাবেক ওপেনার, আইসিসি ট্রফি বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খানের ভাতিজা ও বর্তমানে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিসও করোনা পজিটিভ। তবে তিনি উপসর্গ দেখা দেয়াতে আগেই আইসোলেশনে থাকা শুরু করেছিলেন। এখন অনেকটাই সুস্থ আছেন নাফিস এবং শনিবার ভক্ত-সমর্থকদের কাছে পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনাও করেছেন। বিকেলে জানা যায় বাঁহাতি স্পিনার নাজমুল অপুও করোনা পজিটিভ। তিনি নিজেই এ বিষয়ে ফেসবুকে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ (শনিবার) দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’ করোনা সঙ্কটের শুরু থেকেই নিজে মাঠে-ময়দানে ছুটে বেড়িয়ে অসহায় ও দরিদ্র মানুষদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করেছেন অপু। এখন নিজেই আক্রান্ত হয়েছেন এই ছোটাছুটি করে।
×