ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

প্রকাশিত: ২২:২০, ২১ জুন ২০২০

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার তেমন কোন উন্নতি হয়নি। তিনি কিছুদিন যাবত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে আইসিইউতে নেয়া হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার বিকেল পর্যন্ত তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। হাসপাতালে থাকা সংসদ সদস্য সাহারা খাতুনের ভাগিনা ও ব্যক্তিগত সহকারী মজিবর রহমান সাংবাদিকদের জানান, ‘উনার (সাহারা খাতুন) অবস্থার কোন উন্নতি হয়নি। তিনি এখনও আশঙ্কামুক্ত নন। তিনি এখনও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তার খোঁজ-খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ বি এম আবদুল্লাহও নিয়মিত হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও খোঁজ-খবর নিচ্ছেন।’ এর আগে জ্বর ও এ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে তাকে বেডে দেয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। অসুস্থ ভাইকে দেখতে কানাডায় হানিফ ॥ করোনা মহামারীর মধ্যেই অসুস্থ বড় ভাই এবং স্ত্রী-ছেলেদের দেখতে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। শুক্রবার রাত পৌনে চারটার দিকে প্রথমে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা যান। সেখান থেকে ট্রানজিত যাত্রী হিসেবে কানাডা যান আওয়ামী লীগের এই নেতা। মাহবুব-উল-আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল জানান, মাহবুব-উল-আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছে। এর মধ্যে তার এক বড় ভাই অসুস্থ। আওয়ামী লীগের সম্মেলন, নির্বাচনসহ পরবর্তী করোনার কারণে দীর্ঘদিন তিনি সেখানে যেতে পারছিলেন না। সবার সঙ্গে দেখা করতেই তিনি কানাডায় গেছেন। দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন।
×