ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ও ক্লিনিক ম্যানেজার আটক

প্রকাশিত: ২২:১৭, ২১ জুন ২০২০

হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ও ক্লিনিক ম্যানেজার আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ করোনা চিকিৎসার আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডারের ফ্লো মিটার চুরি করে ক্লিনিকে বিক্রি করার পর শনিবার সকালে পুলিশ তা উদ্ধার করেছে। এ ঘটনায় হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী এবং ক্লিনিক ম্যানেজারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হীরা লাল (৪০), ক্লিনিক ম্যানেজার ফেরদৌস আলম (৪০) ও ক্লিনিকের কর্মচারী ঠা-ু মিয়া (৫০)। বগুড়া সদর থানা পুলিশ জানায়, হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারের ২টি মিটার চুরি হওয়ার বিষয়ে শুক্রবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ করে। শনিবার পুলিশ এ ঘটনায় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী হীরা লালকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি স্বীকার করে জানায়, হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারের মিটার ৩ হাজার টাকায় শান্ত পলি নামে একটি ক্লিনিকে বিক্রি করেছে। পুলিশ সেখান থেকে মিটার দ্রুত উদ্ধার করে এবং ক্লিনিক ম্যানেজারসহ ২ জনকে গ্রেফতার করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা চিকিৎসায় অক্সিজেন অতি গুরুত্বপূর্ণ। আর ফ্লো মিটার ছাড়া সিলিন্ডারের কার্যকারিতা নেই।
×