ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফ্লাইট ৫০ হাজার ছাড়াল ॥ আজ বিমানের লন্ডন যাত্রা

ছন্দে ফিরছে দেশ বিদেশের এভিয়েশন খাত

প্রকাশিত: ২২:১৬, ২১ জুন ২০২০

ছন্দে ফিরছে দেশ বিদেশের এভিয়েশন খাত

আজাদ সুলায়মান ॥ আগের ছন্দ ফিরে পাচ্ছে এভিয়েশন খাত। প্রতিদিনই বাড়ছে ফ্লাইট। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে একই অবস্থা। গত ১৬ জুন থেকে চালু আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীও মিলছে আশাতীত। প্রথমদিকে শুধু একটি কাতার এয়ার ঢাকা থেকে দূর গন্তব্যের যাত্রী টানায় চরম দুর্ভোগ দেখা দেয় টিকেট নিয়ে। পরিস্থিতি সামাল দিতে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষকেই এগিয়ে আসতে হয়। এমিরেটসকে অনুমতি দেয়ায় ভেঙ্গে যায় মনোপলি। আজ থেকে শুরু হচ্ছে এমিরেটস ও বিমানের বহুল প্রতীক্ষিত ফ্লাইট। ঢাকা থেকে বহির্বিশ্বের ফ্লাইট অপারেট করার জন্য আরও দুটো এয়ারলাইন্স আবেদন করে অপেক্ষায় রয়েছে। আগামী ১ জুলাই থেকে ঢাকায় ফ্লাইট অপারেট করতে যাচ্ছে এমিরেটস ও টার্কিশ। যাত্রী চাহিদার দাবিতে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। বলেছেন, প্রাথমিক পর্যায়ে লন্ডনে সীমিত আকারে ফ্লাইট চালানো হবে। চাপ বাড়লে সেটা বাড়ানো হবে। জানা গেছে, পৃথিবীর অন্যান্য দেশেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দু’ফর্মেটেই ফ্লাইট চালু করা হয়েছে। করোনা শুরুর পর সর্বশেষ শুক্রবার পর্যন্ত বিশ্বে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাাকিং ওয়েবসাইট ফ্লাইটার্ডার ২৪ডটকম জানিয়েছে, জুনের ১৮ তারিখ পর্যন্ত বিশ্বে মোট ৫০ হাজার ৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট অপারেট করা হয়েছে। এ সংখ্যা দিনদিনই বাড়ছে প্রত্যাশিত হারেই। বিগত তিন মাস বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সগুলো সাময়িক বন্ধ রাখায় চরম বিপর্যয় নেমে আসে এভিয়েশন খাতে। পরিস্থিতি সামাল দিতে করোনার মাঝে নতুন স্বাস্থ্যবিধি ও দূরত্ববিধি মেনেই চালু করা হয় ফ্লাইট। এমিরেটস ব্রিটিশ লুফথানসার মতো দুনিয়ার শীর্ষ এয়ারলাইন্স কর্মী ছাঁটাই ও বেতন কর্তন করেই নবউদ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নেয়। সেভাবেই প্রতিদিনই আপডেট পাওয়া যাচ্ছে দেশ-বিদেশের এভিয়েশনে। দুনিয়ার সেরা এভিয়েশনের বোদ্ধাদের দৃষ্টিতে আগামী জুলাই থেকে খুলে যাবে শীর্ষ সব এয়ারলাইন্স। আগস্ট থেকে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর থেকে দেখা যাবে নতুন রূপ। বাংলাদেশেও চলতি মাস থেকে শুরু হয়েছে প্রথমে অভ্যন্তরীণ ও পরে ১৬ জুন থেকে আন্তর্জাতিক। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মহিবুল বলেন, আজ রবিবার শুধু লন্ডন দিয়ে বিমানের যাত্রা শুরু হলেও পর্যাপ্ত যাত্রী পেলে বিমান ধীরে ধীরে লন্ডনের দৈনিক ফ্লাইট পরিচালনা করবে। সরকার সীমিত পরিসরে বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ পুনর্¯’াপন করতে চায়। জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে হলে এভিয়েশনকে ঘুরে দাঁড়াতেই হবে। বিমান ও কাতারের পর তুর্কি এয়ারলাইন্স এবং শারজাহ’র এয়ার এরাবিয়াকে জুলাই থেকে কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেয়ার পরিকল্পনা রয়েছে। শুধু ট্রানজিট যাত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বহন করার শর্তে আমরা আমিরাত এয়ারলাইন্সকে ২১ জুন থেকে দুবাই-ঢাকা-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছি। অনুরোধ অনুযায়ী বেবিচক আগামী ১লা জুলাই থেকে ইস্তান্বুল-ঢাকা-ইস্তান্বুল রুটে এবং এরপর সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক এয়ার এরাবিয়াকে শারজাহ-ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট চালানোর অনুমতি পাচ্ছে। ঢাকাতেও একই অভিমত ব্যক্ত করেছেন এমিরেটস কাতার ও অন্যান্য এয়ারলাইন্সের প্রতিনিধিরা। তারা বলছেন- আমিরাত এয়ারলাইন্স প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার দুবাই-ঢাকা-দুবাই রুটে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ইতোমধ্যে কাতার এয়ারলাইন্স প্রতি মঙ্গলবার, বুধবার ও শুক্রবার দোহা-ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বিমানও ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রেখেছে। এভিয়েশন বিশেষজ্ঞ আশীষ রায় চৌধুরী বলেছেন, এখন আর পিছু হঠার কোন সুযোগ নেই। করোনার মাঝেই পরিবর্তিত পরিস্থিতির মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও দূরত্ববিধি মেনেই নতুন নিয়মে আগের ছন্দে ফেরাতে হবে এভিয়েশন খাতকে। এটা শুধু দৈশিক নয়- বৈশ্বিক। ইতোমধ্যে বিশ্বের তাবত এয়ারলাইন্স এমিরেটস, টার্কিশ, কাতার, সিঙ্গাপুর, প্যান এ্যাম, ডেল্টা ইউনাইটেড ও ব্রিটিশ এয়ারওয়েজ তাদের নতুন ফ্লাইট সিডিউল ঘোষণা করে দিয়েছে। কে কোন মাসের কয় তারিখ থেকে ফ্লাইট শুরু করবে তার বিস্তারিত প্যাকেজও পাওয়া গেছে। ঢাকা থেকে বিমান ও কাতার আন্তর্জাতিক ফ্লাইট শুরু করে দিয়েছে। কাতার এয়ারওয়েজের দোহা-ঢাকা-দোহা রুটে সাপ্তাহিক তিনটি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। কাতার এয়ারওয়েজ ১৬ জুন থেকে শুধু ট্রানজিট যাত্রী বহন করার শর্তে তাদের ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করে। এক প্রশ্নের জবাবে আশীষ রায় চৌধুরী বলেন, করোনার বিপর্যয়ের মধ্যেও এয়ারলাইন্স কখনই সম্পূর্ণ বন্ধ ছিল না। সিডিউল ফ্লাইট বন্ধ থাকলেও স্পেশাল ফ্লাইট তো প্রতিদিনই চলাচল করেছে। একযোগে দুনিয়াব্যাপী এয়ারলাইন্স ব্ন্ধ রাখার কোন সুযোগ নেই। সে জন্যই আগামী ১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সগুলো পুরোদমে অপারেশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক চাকা সচল রাখতে হলে এভিয়েশন খাত বন্ধ রাখার কোন সুযোগ নেই। কেননা এর সঙ্গে হোটেল মোটেলসহ সারা দুনিয়ার পর্যটন শিল্প জড়িত। যে কারণে ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস ও এমনকি প্রতিবেশী ভারতে এয়ার ইন্ডিয়া পর্যন্ত লোক ছাঁটাই ও বেতন কাটছাঁট করে হলেও অপারেশন কার্যকম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যে কোন মূল্যে এয়ারলাইন্সগুলো টিকে থেকে ঘুরে দাঁড়ানোর পলিসি নিয়েছে এবং এভাবেই সফলতা আসবে। এদিকে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের করোনাকালীন প্রথম আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট শুরু হচ্ছে আজ রবিবার। আপাতত বিমান ঢাকা-লন্ডন-ঢাকা রুটে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। আজ রবিবার থেকে শুরু হচ্ছে বিমানের বহুল প্রতীক্ষিত লন্ডন ফ্লাইট। বিমান ইতোমধ্যে পরিকল্পনা অনুযায়ী এ রুটের ফ্লাইটটি পরিচালনার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিএফসিসির মহাব্যবস্থাপক জানিয়েছেন, আগের মতোই সকল যাত্রীর জন্য খাবার সার্ভিস এবং কেককিট পাওয়া যাবে। এ বিষয়ে বিমানের মুখপাত্র তাহেরা খোন্দকার বলেন, প্রাথমিকভাবে আমরা প্রতি রবিবার লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করব। পরিবর্তিত পরিস্থিতিতে ফ্লাইট চালুর বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান বলেন, বিমানবন্দর টার্মিনালে ঢোকার আগে আগত যাত্রীদের জন্য তারা বোর্ডিং গেটে তিনটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। আমরা ধীরে ধীরে ভিআইপি টার্মিনালসহ বিমানবন্দরের অন্যান্য ফটকে আরও চারটি জীবাণুনাশক টানেল বসানোর পরিকল্পনা করেছি। যদি ফিরতি যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হয় অথবা বিমানবন্দরে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয় তবে সকল ফিরতি যাত্রীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এখানে আসার পর সকল ফিরতি যাত্রীর জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এ ধরনের অনেক মেজার্স নেয়া হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরীণ রুটও ইতোমধ্যেই জমে ওঠেছে। উড়োজাহাজ সঙ্কটে বিমান অভ্যন্তরীণ রুটে ফ্লাইট না চালালে অপর দুটো বেসরকারী এয়ারলাইন্স ইউএস বাংলা ও নভোএয়ার প্রতিদিনই বেশ ভাল যাত্রী বাহনের সুযোগ পাচ্ছে। এ দুটো এয়ারলাইন্স আগের মতোই ফিরে পাচ্ছে এভিয়েশনের গতি। ইউএস বাংলা প্রতিদিন ৩২টি ও নভোএয়ার ২২টি করে ফ্লাইট অপারেট করছে দৈনিক। ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানিয়েছেন, করোনার মহামারীতে যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারণে অভ্যন্তরীণ রুটে পরিবর্তিত সময় অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করছে। বর্তমানে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৫টি, সৈয়দপুরে ৪টি এবং সিলেট রুটে ২টি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। প্রত্যেক রুটেই সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা। যে কোন পরিবহনের তুলনায় সময় বিবেচনায় এয়ারলাইন্স সেক্টরে সবধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা। স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। খুব শীঘ্রই ঢাকা থেকে রাজশাহী, বরিশাল ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রত্যাশা করছে ইউএস-বাংলা। এ ছাড়া আন্তর্জাতিক রুট ঢাকা থেকে গুয়াংজু সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার কার্গো ও স্পেশাল ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। নভোএয়ারের কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন জানিয়েছেন, তাদের দৈনিক মোট ২২টি ফ্লাইট অপারেট করা হচ্ছে। ঢাকা চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে আপাতত চালানো হচ্ছে। বাকি এয়ারপোর্টগুলো যখনই স্বাস্থ্যবিধিতে উপযুক্ত করা হবে তখন সেগুলোও চালু করা হবে। উল্লেখ্য, ২৮ মে থেকে ১৫ জুন পর্যন্ত সপ্তমবারের মতো সরকার বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য থেকে নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ জারি করে। দুই মাসেরও বেশি সময় পর ১ জুন থেকে বাংলাদেশ সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করে এবং ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইটের শুভ সূচনা ঘটায় কাতার এয়ার।
×