ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বগ্রাসী করোনা ॥ চাই সর্বাত্মক প্রতিরোধ

প্রকাশিত: ২১:০৩, ২১ জুন ২০২০

সর্বগ্রাসী করোনা ॥ চাই সর্বাত্মক প্রতিরোধ

করোনা তার সর্বোচ্চ ভয়াবহতা নিয়ে বিশ্বব্যাপী মানব প্রজাতিকে আক্রমণ করতে শুরু করেছে আজ থেকে তিন মাসেরও বেশি আগে। এই সময়কালে রোগটি ছড়িয়ে পড়েছে সর্বত্র মারাত্মকভাবে। কোন প্রতিরোধ প্রচেষ্টা এ যাবতকাল পর্যন্ত পৃথিবীর কোন আক্রান্ত দেশেই সফল হয়নি। সর্বত্র রোগাক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। কোথায় এর সমাপ্তি, তা আজও জানা যাচ্ছে না। বিস্ময়ে স্তম্ভিত হতে হয় যখন জানা যায়, নানাবিধ নিরাপত্তা ভেদ করে করোনাভাইরাস গিয়ে আক্রমণ করে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে, সৌদি রাজপরিবারের ১৫০ জন সদস্যকে, নানা দেশের বেশ কয়েকজন মন্ত্রীকে। ডাক্তার-নার্সরাও কোন দেশেই আক্রমণের ক্ষেত্রে ব্যক্তিক্রম নন। এগুলো দেখে আগামী দিনগুলোতে দেশে দেশে কী ঘটবে বা ঘটতে চলেছে, তা ভাবতেও শিউরে উঠতে হয়। নানাদেশে বসবাসকারী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তো দূরের কথা, একই শহর বা গ্রামের একপাড়ার কেউ আক্রান্ত হলে ভিন্ন পাড়ার কেউ তাকে এক নজর দেখতে যেতেও পারছেন না। মৃত্যু না হয় গতিকে স্তব্ধ করে দেয়, কিন্তু আক্রান্ত রোগীকে দেখতে যাওয়া, তার পরিবার-পরিজনকে সান্ত¦না দেয়া বা প্রয়োজনে ডাক্তার ডেকে এনে অথবা নিকটস্থ কোন হাসপাতালে নিয়ে যাওয়াও বন্ধ। নিজের জীবনকে বাঁচানোর জন্য এই যে সামাজিক বিচ্ছিন্নতা তাই যে শেষ বিচারে পরিবার, সমাজ ও দেশকে বাঁচাবে, তার বৈজ্ঞানিক আবেদন অনেক সনাতনী বিশ্বাসের মূলেও আঘাত হেনেছে। ফলে সর্বত্র এক দুঃসহ অস্থিরতা। মানুষের কাছে তার সামাজিক জীবন অক্সিজেন তুল্য। সেই সমাজকে দূরে ঠেলে বেঁচে থাকা তাই দুঃসহ। শুধু কি তাই? এক ছাদের নিচে বাস করলেও মা-বাবা, ভাই- বোন, স্বামী-স্ত্রী বহুক্ষেত্রেই, অন্তত রাতের বেলায়, নিরাপত্তাবোধ থেকে ভিন্ন ভিন্ন কক্ষে ঘুমাতে বাধ্য হচ্ছেন। দম্পতির একজন চিকিৎসক হলে অপরজনের দুশ্চিন্তার অন্ত নেই। মা যখন তার সন্তানকে বড় আশা করে ডাক্তারী পড়িয়ে ডাক্তার বানিয়ে সুদিনের অপেক্ষায় আছেন, তখন রাতে সন্তানটি হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন না দেখে উৎকণ্ঠিত চিত্তে সন্তানকে ফিরে আসতে টেলিফোন করলে সন্তান জবাব দিচ্ছে, ‘মা, তুমিই তো আমাকে কত কষ্ট করে ডাক্তার বানিয়েছ- এখন কি আমি রোগী ছেড়ে বাড়ি আসতে পারি? এখন তো নয়ই, কখন যে বাসায় ফিরতে পারব তাও বলা যাবে না মা। কারণ করোনা রোগীর চিকিৎসার পর বাসায় যেতে দেবে না। হাসপাতালেই কোয়ারেন্টাইনে থাকতে হবে দু’সপ্তাহ।’ মায়ের চোখের জল বাঁধ মানে না। তবু সইতে হচ্ছে এমন পরিস্থিতি। সারা বিশ্বের হাজার হাজার মায়ের-হাজার হাজার স্ত্রীর। এমন যে পীড়া, যাতে এক লাখের ওপরে ত্রিশ হাজার বা তার চাইতেও বেশি সংখ্যক মানুষ এ যাবত মারা গেলেন, আরও যাবেন নিঃসন্দেহে। কিন্তু তা নিরাময় ও প্রতিরোধের কোন ওষুধই আজতক পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। যদিও ব্যাপক গবেষণা চলছে এবং সাফল্য মানুষের নিকটবর্তী হয়ে এসেছে বলে অনুমান করা হয়। এই অনিশ্চিত পরিস্থিতি থেকে রেহাই পেতে বিজ্ঞানের আপাতত পরামর্শ হলো ঘরে থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। দ্বিতীয়ত, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে এবং বারবার বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ফলে সাবান, হ্যা--ওয়াস, স্যানিটাইজার, ডেটল, ব্লিচিং পাউডার বাজারে দুষ্প্রাপ্য হয়ে গেছে- দামও বেড়েছে কয়েক গুণ। অপরপক্ষে, জীবনের প্রতি মানুষের স্বাভাবিক ভালবাসা থেকে যে লাখ লাখ বাংলাদেশী নরনারী স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছেন, বিগত তিনটি মাস ধরে তাঁদের সংখ্যাও ক্রমবর্ধমান। প্রথমত, তাঁরা এক সড়হড়ঃড়হু তে ভুগছেন। সংবাদপত্র মফঃস্বলে আসে না। তাই তা পাওয়াও যায় না। সময় কাটানোর বড় অবলম্বন সংবাদপত্রের সাক্ষাত নেই ২৬ মার্চ থেকে। তাই সময় কাটানোর একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে টেলিভিশন চ্যানেলগুলো। কিন্তু সেখানেও একঘেয়েমি। অসংখ্য চানেল কিন্তু করোনা সংক্রান্ত একই খবর দিবারাত্র প্রচার করে চলেছে তারা সবাই। কোন বৈচিত্র্য সৃষ্টির প্রচেষ্টা নেই। কেউ কি চান অনবরত পৃথিবীর কোন দেশে কতজনের মৃত্যু ঘটল এবং কতজন আক্রান্ত হলেন সেই বেদনাদায়ক খবর শুনতে? চ্যানেলগুলোর এই একঘেয়ে খবর দিবারাত্র প্রচারের কারণে তাদের দর্শক সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। কিন্তু তারাই হতে পারতো দেশ বিদেশের কিছু ইতিবাচক সংবাদ ও নানাবিধ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই বন্দীদশা পরিস্থিতিতে দর্শকদের মস্ত বড় অবলম্বন। বিনোদনমূলক অনুষ্ঠানের এখন বড্ড বেশি প্রয়োজন। আমাদের তরুণদের একাংশ বাইরে বের হওয়ার সরকারী নিষেধাজ্ঞা মানতে চাইছে না। ঐ বয়সে আমাদের যদি অভিভাবকরা অনিনির্দিষ্টকালের জন্য ঘরে বসে থাকতে বলতেন, কেমন লাগত আমাদের? কতটা মানতে পারতাম ঐ পরামর্শ? এটা সকলে উপলব্ধি করতে হবে। তাদের সামনে চলমান দিনগুলোর চেহারা কেমন? এক. তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় দীর্ঘকাল ধরে বন্ধ থাকায় কেউ লেখাপড়ার পরিবেশ বা আগ্রহ খুঁজে পাচ্ছে না। খেলাধুলা বন্ধ, বন্ধুবান্ধবদের নিয়ে তরুণ-তরুণীদের স্বভাবজাত আড্ডা নেই, পার্কে-ক্লাবে মেলামেশা-গল্প করার সুযোগ নেই, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, সিনেমা হল সব বন্ধ। এ অবস্থায় তরুণ-তরুণীরা বাধ্য হয়েই অনেকটা বাইরে যায় নানা অজুহাত দেখিয়ে। তাদেরকে আকৃষ্ট করতে হবে নিজ নিজ বাড়িতে থাকতে এবং সেজন্য টেলিভিশন চ্যানেলগুলোতে ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকা-ের বিকল্প নেই। টিভি চ্যানেলগুলো এ জাতীয় মান ও রুচিসম্পন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। নাটক দেখাতে পারেন। নৃত্য গীতের ভাল ভাল অনুষ্ঠান পরিবেশন করতে পারেন। তবে সরকার বা কারও ফরমায়েশ অনুযায়ী নয়। টেলিভিশনে দেখি অসংখ্য বেকার তরুণ-তরুণীর ক্ষুধা ক্লিষ্ট চেহারা। সরকার কিছুটা সহযোগিতা করছে ত্রাণ বিতরণের মাধ্যমে। কিন্তু সরকারি চাল-ডাল-তেল-লবণ-বিশেষ করে চালের বস্তা চলে যাচ্ছে দুর্নীতিবাজদের গুদামে। এই দুনীতিবাজদের অবস্থান সরকারী দলে। তাই ধরা পড়লেও উপযুক্ত শাস্তি তারা পাচ্ছে না। দল থেকে বহিষ্কার এবং সাময়িক জেল বন্দী। ব্যস। কিছুদিন পর আবার স্বমূর্তিতে ফিরে আসা। যেন কানামাছি ভোঁ ভোঁ। ডিসেম্বর, ২০১৯ এ চীনের উহান প্রদেশে প্রথম প্রাদুর্ভাব ঘটল এই রোগের। কিন্তু আমরা ডিসেম্বর দূরের কথা, জানুয়ারিতেও নজর দিলাম না, প্রস্তুতিও নিলাম না। আমরা মাঠে নামলাম মার্চের শেষার্ধে করোনা প্রতিরোধের প্রত্যয় নিয়ে। এতদিন করোনা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ-কুয়েত সরকারী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হলো করোনাভাইরাস আক্রান্ত রোগীদের। তখনও রোগীর সংখ্যা হাতে গোনা। কিন্তু ঢাল নেই, তলোয়ার নেই-আমরা নিধিরাম সরদার। কোথায় প্রশিক্ষিত এবং নিবেদিত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও ক্লিনিং কর্মী? তারা তো আগে কেউ করোনা দেখেননি। তাই কোন অভিজ্ঞতা বা শিক্ষার ভিত্তিতে চিকিৎসা শুরু হলো না হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু পরামর্শের ভিত্তিতে। সেগুলো ভুল তা নয়। বরং পূরোপূরি ঠিক। কিন্তু তার জোগান? সমস্যাটা সেখানেই। করোনাই হোক বা অন্য কোন রোগই হোক, সর্বাগ্রে প্রয়োজন তার পরীক্ষা-নিরীক্ষার বৈজ্ঞানিক সুযোগ। টেস্টিং কিট নেই। সারাদেশে মাত্র কয়েকটি, তাও ঢাকায়। সেটা দিয়েই শুরু। পরে ক্রয় ও নানা সূত্রে আরও কিছু কিট পাওয়া গেল। এখনও মাত্র কয়েকটি, যা অপ্রতুল। শহরগুলোতে বসানো হলো। কিন্তু শনাক্ত ও রোগ কমছে না। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দূরত্ব রক্ষার দায়িত্ব পালনে মানবিক হয়েও কিছুটা কঠোরতা অবলম্বন ছাড়া উপায় নেই। কয়েক দফায় প্রধানমন্ত্রী স্বয়ং বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন। প্রথম দফায় গার্মেন্টস শিল্প যাতে মুখ থুবড়ে না পড়ে, শ্রমিকরা যাতে কারখানা চালু থাকুক বা না থাকুক নিয়মিত বেতন পান, সে জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন শতকরা ২ ভাগ সুদে। কিন্তু এই টাকাকে সুদমুক্ত করার দাবি গার্মেন্টস মালিকদের এবং অফেরতযোগ্য করার আবদারও তারা তুলেছেন। ফলে লাখ লাখ গার্মেন্টস শ্রমিকের জীবন-জীবিকার পূর্ণ নিশ্চয়তা এখনও পাওয়া যাচ্ছে না। অপরদিকে কৃষক সমাজের জন্য ঘোষিত প্রণোদনায় শতকরা ৪ ভাগ সুদ ধার্য করায় কৃষক সমাজ হতাশ। মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কৃষকেরা ফসল ফলান। অথচ সুদের হারের এই বৈষম্য সীমাহীন সঙ্কটে ফেলবে কোটি কোটি কৃষক ক্ষেতমজুরদের। বস্তুত প্রকৃত উৎপাদক হলেন ক্ষেতমজুর বা কৃষি শ্রমিক। তাদের জন্য আজও কোন নিশ্চিত ও নির্দিষ্ট আয়ের ব্যবস্থা না থাকায় বছরের ছয় মাস তাদেরকে বেকার জীবন যাপন করতে হয়। বেকারত্ব দূর করে স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা প্রবর্তন না করলে তাদের জীবনের সঙ্কট কাটবে না। একই সঙ্গে তাঁদের নিয়মিত উপার্জনও নিশ্চিত করতে হবে। কৃষিতে যে প্রণোদনার কথা বলা হয়েছে, তা সুদমুক্ত অথবা শতকরা দুই ভাগ সুদে দেয়ার ব্যবস্থা করা প্রয়োজন। সরকার চার ভাগ করলেও তা যথেষ্ট বেশি। অর্থনীতির সঙ্কটে পড়েছে প্রায় সকল স্তরের মানুষ। পরিবহন পরিষেবা বহু দিন যাবত বন্ধ। এই সেক্টরের শ্রমিকদের নগদ আর্র্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখা প্রয়োজন। বাস, ট্রাক, ট্রেন, নদীপথের যানবাহন রিক্সা, ভ্যান স্কুটার সবাই বেকার। সঙ্কট তাই অত্যন্ত গভীরে। ব্যাপক পরিকল্পনা নিয়েই সঙ্কট মোকাবিলা করা সম্ভব। তবে দুর্নীতির মূলোৎপাটনও একই সঙ্গে করতে হবে। মধ্যম ও ছোট দোকানদার, কুলি কামিনের সংখ্যাও তো কম নয়। তারা সবাই বেকার। যে সকল ডাক্তার-নার্স জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করবেন, তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা অভিনন্দনযোগ্য। যে দীর্ঘ মেয়াদী ও সর্বগ্রাসী সঙ্কট দৃশ্যমান হয়ে উঠছে, তা সরকারের একার পক্ষে যথাযথভাবে মোকাবিলা করা সম্ভব নয়। তাই প্রয়োজন দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সর্বদলীয় জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি গঠন করা। এতে নানা পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদেরও সংশ্লিষ্ট করা প্রয়োজন। উদ্যোগ নিতে হবে সরকারকেই। নইলে চাটুকারেরা সব প- করে দেবে। সাংবাদিকরা বিস্তর ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন করোনা ও চলমান দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে। এই সকল কাজে তাদের ভূমিকা অব্যাহত রাখতে সংবাদপত্র শিল্প ও সাংবাদিকদের জন্যও বিশেষ প্রণোদনা ঘোষণা করা জরুরী প্রয়োজন। তারা মারাত্মকভাবে উপেক্ষিত হচ্ছেন। লেখক : সাংবাদিকতায় একুশে পদক প্রাপ্ত [email protected]
×