ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রেসিং এ্যাপ আনছে জাপান

প্রকাশিত: ১৯:৪০, ২০ জুন ২০২০

ট্রেসিং এ্যাপ আনছে জাপান

এ্যাপল-গুগল জোটের ট্রেসিং প্রযুক্তির ভিত্তিতে নিজস্ব ট্রেসিং এ্যাপ আনছে জাপান। এ ব্যাপারে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আগামী সপ্তাহেই উন্মোচিত হতে যাচ্ছে জাপানের ট্রেসিং এ্যাপ। এক মিটার সংস্পর্শে এসে ১৫ মিনিট সময় ব্যয় করেছেন এমন কারও করোনাভাইরাস থেকে থাকলে বা পরে পজিটিভ হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে তা জানিয়ে দিতে পারবে এ্যাপটি। শুধু আক্রান্ত ব্যক্তি অনুমতি দিলেই এ ধরনের মেসেজ পাঠানো হবে এবং আক্রান্ত ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। ‘নতুন করোনাভাইরাস পজিটিভ এসেছে এমন কারও সংস্পর্শে আসার সম্ভাব্যতা জানা গেলে ব্যবহারকারীরা জনস্বাস্থ্য কেন্দ্র থেকে আগেভাগেই ডায়াগনস্টিক টেস্টের মতো ব্যাপারে সমর্থন পাবে।’ – বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ‘আমরা আশা করছি, ব্যবহারকারী সংখ্যা বেড়ে গিয়ে সংক্রমণ ছড়ানো বন্ধে সহায়তা করবে।’ বলেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বের বহু দেশ নিজ নিজ ট্রেসিং এ্যাপ উন্মোচন করছে। অর্থনীতির চাকা সচল করতে ধীরে ধীরে তুলে দেওয়া হচ্ছে লকডাউন। এরকম একটা পরিস্থিতিতে ট্রেসিং এ্যাপের উপরই ভরসা রাখছে বিশ্ব। স্মার্টফোন ব্যবহারকারীদেও গোপনতা সুরক্ষিত করার লক্ষ্যে জাপানের ট্রেসিং এ্যাপ কোন ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, অবস্থান এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে না। - জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
×