ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন সিটির কাছে বিধ্বস্ত আর্সেনাল

প্রকাশিত: ০০:১৭, ১৯ জুন ২০২০

চ্যাম্পিয়ন সিটির কাছে বিধ্বস্ত আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক ১০০ দিন পর আবার মাঠে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লীগ। এর আগে মাঠে ফিরেছে জার্মান বুন্দেসলিগা ও স্প্যানিশ লা লিগা। এর ফলে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের তিনটিই মাঠে গড়াল। আগামীকাল মাঠে গড়াবে ইতালিয়ান সিরি’এ। আর ফরাসী লীগ ওয়ানের মৌসুম ইতোমধ্যে শেষ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের পর প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। মার্চের মাঝামাঝিতে স্থগিত হওয়ার ১০০ দিন পর এ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে ফের শুরু হয়েছে ইপিএল। ম্যাচটি গোলশূন্য ড্র হলেও গোলোৎসব করেছে পেপ গার্ডিওলার সিটি। এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল। ৪০ পয়েন্ট নিয়ে নবম স্থানে আর্সেনাল। ফের লীগ শুরু হলেও খেলোয়াড়, কোচ, ক্লাব কর্মকর্তা, রেফারি, মেডিক্যাল কর্মকর্তা, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী মিলিয়ে মাত্র ৩০০ জনকে মাঠে থাকার অনুমতি দিয়েছে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ। ‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য ম্যাচটিতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে জয় পায় সিটি। তবে প্রথম গোলের জন্য প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। যোগ করা দ্বিতীয় মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। বিরতির পর ৪৯ মিনিটে বড় ধাক্কা খায় আর্সেনাল। এ সময় রিয়াদ মাহরেজকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। খেসারত হিসেবে দুই মিনিট পরই আরেক গোল হজম করে তারা। পেনাল্টি থেকে সিটিকে দ্বিতীয় গোল উপহার দেন কেভিন ডি ব্রুইন। মেসুত ওজিলবিহীন ধুঁকতে থাকা গানার্সদের কফিনে ৯১ মিনিটে শেষ পেরেক ঠুকে দেন বদলি হিসেবে নামা সিটির ফিল ফোডেন। এর আগের ম্যাচে অবনমন অঞ্চলের দল এ্যাস্টন ভিলার মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে শেফিল্ড ইউনাইটেড। কিন্তু তারা জয়বঞ্চিত হয়েছে গোললাইন প্রযুক্তির ভুল প্রয়োগে। ম্যাচের ৪২ মিনিটে ইংলিশ মিডফিল্ডার অলিভার নরউডের ফ্রিকিক ফিরিয়ে দেন এ্যাস্টন ভিলার গোলরক্ষক ওরিয়ান। কিন্তু টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। গোলের জোরালো আবেদনও করেন সফরকারী খেলোয়াড়রা। কিন্তু গোললাইন প্রযুক্তির কোনরকম সিগন্যাল না পাওয়ায় সাড়া দেননি রেফারি মাইকেল অলিভার। কিন্তু গোললাইন প্রযুক্তি থাকার পরও কেন সেটা প্রয়োগ করা হলো না তা নিয়ে সমালোচনার ঝড় বইছে। অবশ্য ম্যাচ শেষে গোললাইন প্রযুক্তির অপারেটর হকআইয়ের অনাকাক্সিক্ষত এই ভুলের জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। তারা স্বীকার করেছে যে, বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, হক-আইয়ের গোললাইন প্রযুক্তি এ পর্যন্ত ৯ হাজারের বেশি ম্যাচে ব্যবহার করা হয়েছে। কিন্তু কখনই এমন ভুল হয়নি। ভুলের কারণের ব্যাখ্যায় হক-আই জানিয়েছে, গোল পর্যবেক্ষণে রাখা সাতটি ক্যামেরাই গোলরক্ষক, ডিফেন্ডার অথবা পোস্টের বাধা পড়ায় রেফারি গোলের কোন সিগন্যাল পাননি। ম্যাচের আগে সবকিছু পরীক্ষা করে দেখা হয়েছিল এবং সবকিছু ঠিকমতো কাজ করছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরপরও ভুল হওয়ায় প্রিমিয়ার লীগ, শেফিল্ড ইউনাইটেড ও ভুক্তভোগী সবার কাছে ক্ষমা চেয়েছে তারা। ম্যাচ শুরুর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী করোনাভাইরাসে প্রাণ হারানোদের উদ্দেশে নীরবতা পালন করা হয়।
×