ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘বাছাইপর্বের বাকি ম্যাচগুলো থেকে পয়েন্ট চাই’

প্রকাশিত: ০০:১৬, ১৯ জুন ২০২০

‘বাছাইপর্বের বাকি ম্যাচগুলো থেকে পয়েন্ট চাই’

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমার লক্ষ্য ফিফা বিশ্বকাপ ২০২২ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের যে চারটি ম্যাচ আছে তা থেকে কিছু পয়েন্ট সংগ্রহ করা।’ বৃহস্পতিবার ইংল্যান্ডে নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কথাগুলো বলেন জেমি ডে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচের সঙ্গে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানেই উপরোক্ত মন্তব্য করেন জেমি। জেমি আরও বলেন, ‘বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের ৪টি খেলা বাকি আছে, যেগুলো অক্টোবর ও নবেম্বরে অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলো নিয়ে অবশ্যই আমাদের ইতিবাচক হতে হবে। আমরা সেই ম্যাচগুলো থেকে কিছু পয়েন্ট সংগ্রহের অপেক্ষায় রয়েছি। তবে সবার আগে আমাদের খেলোয়াড়দের ফিরে পেতে এবং প্রস্তুতি শিবিরের সময় তাদের ফিট করে তুলতে হবে। মহামারী রোগের প্রাদুর্ভাবের কারণে তারা দীর্ঘদিন মাঠে ফিরতে পারছে না।’ ৪০ বছর বয়সী এই কোচ বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলেরও কোচ। সম্প্রতি জাতীয় দলের কোচ হিসেবে আরও দুই বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর ফলে তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশ দলের সবচেয়ে দীর্ঘস্থায়ী কোচ। ‘আমি ভবিষ্যতে আবারও বাফুফের সঙ্গে কাজ করার অপেক্ষায় ছিলাম। আমি নতুন চুক্তিতে সম্মত হয়ে খুশি আমাদের প্রথম পিরিয়ডে এটি সত্যিই ভাল দুটি বছর ছিল। আমি এখানে সত্যিই গত দুই বছর উপভোগ করেছি, কিছু ভাল গেম উপভোগ করেছি। এখন আমি শিবিরে ছেলেদের কাছে ফিরে আসব, তাদের ফিট এবং গেমসের জন্য প্রস্তুত করব। বাফুফে ৪৪ খেলোয়াড়কে প্রাথমিক দলে ডাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি মনে করি, আমাদের শিবিরের জন্য এত খেলোয়াড়ের দরকার নেই। আমি ৩০ থেকে ৩৫-এর শর্টলিস্ট করব’ জেমি যোগ করেন। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ০-১ ব্যবধানে হারে। এরপর কাতারের বিপক্ষে ০-২ গোলে হারে। তৃতীয় ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচে ওমানের কাছে ১-৪ গোলে হারে। পাঁচ দলের গ্রুপে (‘ই’) এখন কাতার আছে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং বাংলাদেশ চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে। অন্যদের মধ্যে ওমান ১২, আফগানিস্তান ৪ এবং ভারত ৩ পয়েন্ট অর্জন করেছে। গত দুই বছরে জেমির অধীনে জাতীয় ফুটবল দল ম্যাচ খেলেছে ১৯টি। এর মধ্যে ৮ ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৯টিতে হেরেছে, ড্র করেছে দুটিতে। জয়ের হার ৪২.১১%। গত ২০ বছরে কোন কোচের অধীনেই বাংলাদেশ এত ম্যাচ খেলেনি। এছাড়া জেমির অধীনে অনুর্ধ-২৩ দল ১৯ ম্যাচ খেলেছে। জিতেছে ৮টিতে, ড্র করেছে ২টিতে, হেরেছে ৯ ম্যাচে। ‘ছয় থেকে আট সপ্তাহ ধরে খেলোয়াডদের ফিট করা যথেষ্ট নয়। তবে আমাদের কাছে আরও ভাল সুবিধা এবং দক্ষ প্রশিক্ষণকর্মীরা রযেছে, কাজেই আমরা কিছু ভাল ফলাফল পেতে পারি। আমরা আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ খেলব। তাদের বেশিরভাগ খেলোয়াড় বিভিন্ন ইউরোপীয় লীগ খেলে, তবে তারা এই মুহূর্তে ম্যাচ খেলছেন কি না তা আমি নিশ্চিত নই। তবে আমাদের তিনটি হোম ম্যাচ আছে, তাই আমাদের মাঠের খেলায় প্রচুর সমর্থক থাকবে। এটি খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং কিছু পয়েন্ট সুরক্ষিত করতে আমাদের সহায়তা করবে।’ বাফুফে আগস্টে জাতীয় দলের জন্য আবাসিক শিবির করবে। বুধবার জাতীয় টিম কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফে প্রাথমিকভাবে আগস্টের প্রথম সপ্তাহে ৪৪ খেলোয়াড় এবং কোচিংকর্মীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে যারা ১০ থেকে ১৫ দিনের জন্য পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকবে এবং শিবিরটি শুরুর আগে সবাই কোভিড-১৯ টেস্ট করবে। এরপরে প্রায় ৩০ থেকে ৩৫ খেলোয়াড় চূড়ান্ত শিবিরের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবেন যা আগস্টের মাঝামাঝি সময়ে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
×