ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন আমাজন-বন্ধু আদিবাসী নেতা

প্রকাশিত: ১৪:৪৪, ১৮ জুন ২০২০

করোনায় মারা গেলেন আমাজন-বন্ধু আদিবাসী নেতা

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আমাজন জঙ্গলের অন্যতম রক্ষাকর্তা, পরিবেশবন্ধু ও পরিচিত আদিবাসী নেতা পাউলিনহো পাইয়াকান। মঙ্গলবার ব্রাজিলের রেডেনকাও শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও জাকার্তা পোস্ট। আমাজন বনের কায়াপো আদিবাসী গোত্রের নেতা ছিলেন পাইয়াকান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ১৯৮০ সালে বিশ্বের তৃতীয় দীর্ঘতম ব্রাজিলের বেলো মন্টে হাইড্রোইলেকট্রিক ড্যাম প্রজেক্টের প্রতিবাদ করে বিশ্বের নজরে আসেন এই আদিবাসী নেতা। তার সক্রিয় ভূমিকার কারণেই বিশ্বের পরিবেশবাদী সংগঠনগুলো পরিবেশ বিধ্বংসী এই বাঁধ নির্মাণের বিপক্ষে সোচ্চার হয়। পরে তীব্র আন্দোলনের কারণে দীর্ঘতম এ বাঁধ নির্মাণ প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্ব ব্যাংক। তবে থামানো যায়নি এ বাঁধ নির্মাণকাজ। এনভায়রনমেন্টাল গ্রুপ প্ল্যানেট আামজনের প্রতিষ্ঠাতা গের্ট-পেটার ব্রুচ বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাজন রক্ষায় বৈশ্বিক জোট গঠনের জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন পাইয়াকান। আমরা অত্যন্ত মূল্যবান একজন পথপ্রদর্শককে হারালাম। চরম সাহসী এই আদিবাসী নেতাকে আদিবাসী সম্প্রদায়ের স্বার্থরক্ষা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘একজন বাবা’, ‘একজন নেতা’ ও ‘একজন যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত হিসেবে করেছে ব্রাজিলের আদিবাসী লোকদের সংগঠন এপিআইবি। ১৯৯৮ সালে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন পাইয়াকান। তাকে সহযোগিতা করার জন্য দোষী সাব্যস্ত হন তার স্ত্রীও। তবে তার সম্প্রদায়ের দাবি, পাইয়াকানের সুনাম নষ্ট করতে এবং তার প্রতিবাদী কণ্ঠ থামিয়ে দিতেই ধর্ষণের মিথ্যা অভিযোগ আনা হয়। করোনা এখন সবচেয়ে বেশি বিপর্যয় চালাচ্ছে ব্রাজিলে। সেখানে পরিস্থিতি এতটাই ভয়ানক হয়েছে যে, গহীন অরণ্য আমাজনের আদিবাসী সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছেছে এই ভাইরাস। এপিআইবির তথ্য বলছে, অন্তত সাড়ে পাঁচ হাজার আমাজনের আদিবাসী আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ২৮৭ জন।
×