ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেলিভিশন শিল্পের আলোর দিশারী

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ জুন ২০২০

টেলিভিশন শিল্পের আলোর দিশারী

মোস্তফা কামাল সৈয়দ। যাকে বলা হয় বাংলাদেশ টেলিভিশন শিল্পের আলোর দিশারী। ৩১ মে ২০২০ গত হয়েছেন, বহুমুখী প্রতিভার এই অন্যন্য মানুষটি। নিষ্ঠুর করোনাভাইরাস তার জীবন থামিয়ে দিয়েছে। মোস্তফা কামাল সৈয়দ তার বর্ণাঢ্য কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন রেডিও ও টেলিভিশনে। ১৯৬০ সালে বেতারে একজন বাংলা কথিকা পাঠক হিসেবে প্রথম যাত্রা শুরু করেন। এরপর ১৯৬৭ সালের ১ এপ্রিল ডিআইটির টেলিভিশন ভবনে নতুন প্রজন্মের প্রথম প্রযোজক হিসেবে যোগ দেন। সেখান থেকেই পথ চলা এবং দীর্ঘ ৫৩ বছরের কর্মময় জীবনের শেষ দিনটির পরিসমাপ্তি ঘটে এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। ৫৩ বছরের কর্মজীবনে মোস্তফা কামাল সৈয়দ ছিলেন একজন স্বনামধন্য টিভি প্রযোজক, নাট্য নির্দেশক, ধারা বর্ণনাকারী, বিজ্ঞাপনের নেপথ্য কণ্ঠ, অভিনেতা, পরিচালক ও আবৃত্তিকার। এক কথায় বাংলাদেশ টেলিভিশন শিল্পে তিনি বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তৈরি করেছেন অনেক টেলিভিশন তারকা, নাট্যনির্মাতা উপস্থাপক, তাকে অনুসরণ করে আজ অনেক তারকা ব্যক্তিত্ব টেলিভিশনে প্রতিষ্ঠিত। ব্যক্তি জীবনে তিনি একজন অত্যন্ত বিনয়ী এবং ধার্মিক মানুষ ছিলেন। ষাটের দশকের শুরুতে বিটিভির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি জড়িত ছিলেন। মোস্তফা কামাল সৈয়দের কণ্ঠ বাংলাদেশের রেডিও এবং টেলিভিশন দর্শকের কাছে ছিল খুবই পরিচিত। ৮০ দশকের মাঝামাঝি সময়ে প্রযোজক মোস্তফা কামাল সৈয়দের প্রযোজনা ও নির্দেশনায় সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন ও আসাদুজ্জামান নূর অভিনীত কাজী আব্দুল ওয়াদুদ রচিত ‘নদীবক্ষে’ উপন্যাসের সফল নাট্যরূপ ‘কূল নাই কিনার নাই’ ( The never ending river ) নাটকটি বাংলাদেশের জন্য এক বিরল আন্তর্জাতিক সম্মান বয়ে আনে। প্রয়াত বর্ষীয়ান টেলিভিশন অভিনেতা ও নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ নাটকটির সফল নাট্যরূপ দেন। প্রশংসিত হয়েছিল সেই কালজয়ী নাটক দেশে এবং বিদেশে। বিটিভির কোন নাটক সেই প্রথম বিদেশী কোন টিভি চ্যানেল ক্রয় করেছিল। জাপানী ভাষায় ডাবিং করে ‘এনএইচকে’ নাটকটি প্রচার করে। পরে টোকিও থেকে ‘এনএইচকে’ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান কাইকো তারাসিকো বাংলাদেশ টেলিভিশনের কাছে পাঠানো এক প্রশংসাপত্রে উল্লেখ করেন; ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ‘এনএইচকে’, জাপান টেলিভিশন অনুষ্ঠানে আপনাদের নাটক ‘ঞযব হবাবৎ বহফরহম ৎরাবৎ’ ( কূল নাই কিনার নাই ) এর প্রচার অত্যন্ত সফল হয়েছে বলে প্রমাণিত হয়েছে এবং আমাদের রেটিং অনুযায়ী ১৭ লাখ জাপানী দর্শক এ নাটকটি উপভোগ করেছে’। মোস্তফা কামাল সৈয়দ প্রযোজিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘প্রজাপতি মন’, ‘স্বপ্ন বিলাস’, ‘স্নেহ’, ‘দৃষ্টি’, ‘আমার যত ভালবাসা’, ‘অনুরাগ’, ‘এবার ধরা দাও’, ‘নিলয় না জানি’, ‘কূল নাই কিনার নাই’, ‘বন্ধু আমার’, ‘নীরবে নিঃশব্দে’- সহ অনেক জনপ্রিয় নাটক ও গানের অনুষ্ঠান। এনটিভির জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘ ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’- সহ আরও অনেক জনপ্রিয় অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে সফল এবং সার্থক করেন। করোনাভাইরাসের সম্ভাব্য জীবনের ঝুঁকি জেনেও মোস্তফা কামাল সৈয়দ নিজেকে বাসায় বন্দী রাখতে পারেনি। জীবনের ঝুঁকির চাইতে পেশাগত কাজকে তিনি সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন। আর তার জীবনের শেষ দিনটিতেও কর্মরত থেকে ‘In the line of duty’- তে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে, চিরতরে হারিয়ে গেলেন- অসংখ্য তারার মাঝে।
×